সহেলি মিত্র, কলকাতাঃ মৌসুমী অক্ষরেখার দাপটে অতি ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এক কথায় অতি বৃষ্টিতে জেরবার সমগ্র বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বিহার এবং পার্শ্ববর্তী উত্তর প্রদেশের উপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সঞ্চালন তৈরি হয়েছে, যা গড়ে ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বেড়েছে। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেও প্রবল দুর্যোগ চলবে জেলাগুলিতে। চলুন জেনে নেবেন বিশদে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সপ্তাহের শুরতেই অর্থাৎ সোমবার দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া, হুগলী, বাঁকুড়া, নদীয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। আজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়।
প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য অঞ্চলে ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবারও ভারী বৃষ্টির দাপট চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদীয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।