নির্বাচনের আগে সাংসদদের নিয়ে মহাবৈঠক মমতার! ভার্চুয়ালি যোগ দেবেন অভিষেক

Nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে রাজ্যসভায় চলছে সংসদ অধিবেশন। একাধিক বিষয় নিয়ে শাসক-বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব বিতর্কের সৃষ্টি করছে। সম্প্রতি পাকিস্তানি জঙ্গিদের উপর হামলা চালিয়েছিল অপারেশন সিঁদুর। সেই নিয়েও একাধিক প্রশ্নবাণ ছুড়েছিল বিরোধীদের একাংশ। নানা প্রশ্নের মুখে পাল্টা জবাব দিতে ছাড়েনি কেন্দ্রীয় সরকার। এমতাবস্থায় কেন্দ্রের উপর চাপ বাড়াতে এবার নয়া রণকৌশল সাজাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। এবার তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংসদদের নিয়ে মহাবৈঠক মমতার

বছর ঘুরতেই শুরু হয়ে যাবে ২৬ এর বিধানসভা নির্বাচনের ভোট প্রস্তুতি। বাকি মাত্র আর কয়েক মাস, রায় নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার হঠাতে রীতিমত উঠে পড়ে লেগেছে। আর এই আবহে SIR ইস্যু নিয়ে তপ্ত রাজ্য-রাজনীতি। বিহারে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। খসড়া তালিকা থেকে ৬১ লক্ষের নাম বাদ যাচ্ছে বলে জানা গিয়েছে। যা নিয়ে একাধিক বিরোধিতা শুরু হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে বিহারের পর চলতি মাসে বাংলাতেও শুরুতে চলেছে SIR। এই পরিস্থিতিতে কীভাবে সাংসদরা কাজ করবেন, কী কী বিষয়ে সরব হবেন তাই বার্তা দিতে একটি বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের মূল বিষয় কী?

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ, সোমবার তৃণমূল সাংসদদের নিয়ে নবান্নে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৪টে থেকে এই ভার্চুয়াল বৈঠক শুরু হবে। তবে এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে বিভিন্ন সরকারি প্রকল্প জনসাধারণের মধ্যে সমানভাবে বন্টিত হচ্ছে কিনা এই নিয়ে আলোচনা হবে। কারণ তৃণমূল কংগ্রেসে এবার সমাজের নিম্নস্তর থেকে নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইছে। একই সঙ্গে গত শনিবার অর্থাৎ ২ আগস্ট থেকে সরকারের নতুন প্রকল্প শুরু হয়েছে ‘পাড়ায়-পাড়ায় সমাধান’। এই কর্মসূচিতে সাংসদরা কী কী কাজ করবেন তা নিয়েও গাইড তৈরি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দিল্লি পুলিশের! ক্ষোভ উগরে দিলেন মমতা, অভিষেক

বস্তুত, শুধু একা মমতা বন্দ্যোপাধ্যায় নন, আগামীকাল অর্থাৎ ৫ আগস্ট, মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দলের সমস্ত জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধানরা থাকবেন বলেই জানা যাচ্ছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে এই বৈঠকে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে বৈঠকে ডাকা হয়েছে। সেখানেও সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে একাধিক আলোচনা করা হবে।

Leave a Comment