আজ থেকে ১০ আগস্ট অবধি একাধিক ট্রেন বাতিল, নোটিশ জারি করল দক্ষিণ-পূর্ব রেল

Train Cancelled

সৌভিক মুখার্জী, কলকাতা: দক্ষিণ-পূর্ব রেলের নিত্যযাত্রীদের জন্য বিরাট আপডেট। এবার পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বহু যাত্রীকে আগামী কয়েক দিন বিপাকে পড়তে হবে। আদ্রা রেলওয়ে ডিভিশনে উন্নয়নমূলক কাজ চলায় দক্ষিণ-পূর্ব রেলওয়ে আজ অর্থাৎ, 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল (Train Cancelled) করল। এর মধ্যে আটটি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে, পাশাপাশি দুটি ট্রেন পরিবর্তিত রুটে চলবে। এমনকি কিছু ট্রেন শর্ট টারমিনেট করা হয়েছে। 

কোন কোন ট্রেন বাতিল থাকছে?

দক্ষিণ-পূর্ব রেলের ফেসবুক পোস্ট মারফৎ জানা গিয়েছে, এই কদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। সেগুলি হল—

  1. 18019/18020 ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম MEMU এক্সপ্রেস। এই ট্রেনটি 4 এবং 6 আগস্ট বাতিল থাকবে। 
  2. 68079/68080 ভোজু়ডিহ-চাঁদ্রাপুরা-ভোজু়ডিহ MEMU প্যাসেঞ্জার। এই ট্রেনটি 4 এবং 6 আগস্ট বাতিল থাকবে।
  3. 68090/68089 আদ্রা-মেদিনীপুর-আদ্রা MEMU প্যাসেঞ্জার। এই ট্রেনটি আগামী 7 আগস্ট বাতিল থাকবে। 
  4. 68046/68045 আসানসোল-আদ্রা-আসানসোল MEMU প্যাসেঞ্জার। এই ট্রেনটি আগামী 10 আগস্ট বাতিল থাকবে।

May be an image of train, railway and text

রুট পরিবর্তন করা হল কোন ট্রেনের?

তবে শুধু ট্রেন বাতিল করা হচ্ছে না, বরং আগামী 5 আগস্ট 68056/68060 টাটানগর-আসানসোল-বরাভূম MEMU প্যাসেঞ্জার ট্রেনটি আদ্রা স্টেশন পর্যন্ত চলবে। হ্যাঁ, আদ্রা থেকে আসানসোল এবং আসানসোল থেকে আদ্রা পর্যন্ত এই ট্রেনটি বাতিল থাকবে বলে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ নির্বাচনের আগে সাংসদদের নিয়ে মহাবৈঠক মমতার! ভার্চুয়ালি যোগ দেবেন অভিষেক

তাই এই সময়ের মধ্যে যারা আদ্রা ডিভিশনে ভ্রমণ করার পরিকল্পনা করছেন, তাদের জন্য রেল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা খোঁজার জন্যই অনুরোধ করেছে। ট্রেন বাতিল ও রুট পরিবর্তনের কারণে যাত্রীদের সমস্যা যাতে না হয়, তার জন্য দক্ষিণ-পূর্ব রেলওয়ে আগাম এই নোটিশ জারি করেছে। তাই আগে থেকেই IRCTC ও রেলের অফিসিয়াল ওয়েবসাইট নজর রাখুন এবং নির্দিষ্ট টাইম টেবিল দেখেই বাড়ি থেকে বের হন।

Leave a Comment