দীর্ঘ রোগভোগ নিয়ে চলে গেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন! শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Former Jharkhand Chief Minister Shibu Soren passes away

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিডনির সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। চিকিৎসকদের শত চেষ্টার পরও মৃত্যুর কাছে হার মানলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেন।

শারীরিক অসুস্থতাকে কারণ করেই শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন ভিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমবার, বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী তথা ছেলে হেমন্ত সোরেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 81 বছর।

মৃত্যুর সাথে পাঞ্জার লড়াইয়ে হার মানলেন শিবু

কিডনির সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন। দিল্লির হাসপাতালে ভর্তি রেখে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন চিকিৎসক দল। জানা যায়, পরিস্থিতি বুঝে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাঁকে। কিন্তু কিছুতেই কাজের কাজ হল না।

চিকিৎসকদের তত্ত্বাবধানে কিছুদিন বাঁচিয়ে রাখা গেলেও শেষ রক্ষা হল না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সোমবার দিল্লি হাসপাতালে মৃত্যুবরণ করলেন ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর জন্মদাতা শিবু সোরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকোস্তব্ধ ঝাড়খন্ড!

শিবু সোরেনের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

কিডনির সমস্যা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শিবু। খবর জানতে পেরেই শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোমবার নিজের X হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, শিবু সোরেন একজন তৃণমূল স্তরের নেতা ছিলেন।

জগতের প্রতি তাঁর নিষ্ঠা ছিল অটল। তিনি তাঁর জীবনের বেশিরভাগ সময়টাই সমাজের আদিবাসী মানুষদের সাথেই কাটিয়েছেন। তাঁদের মূল স্রোতে তুলে আনার চেষ্টা করেছেন। তাঁর মৃত্যুতে আমি দুঃখিত। পরিবারের প্রতি সমবেদনা জানাই।

Former Jharkhand Chief Minister Shibu Soren passes away

অবশ্যই পড়ুন: মেয়াদ শেষে পাবেন ৫৫ লক্ষ টাকা! FD, RD নয়, LIC-র এই স্কিমেই মিটবে অর্থকষ্ট

উল্লেখ্য, দীর্ঘদিন কষ্ট পাওয়ার পর বাবার চলে যাওয়াতে বুকের বাঁদিকের যন্ত্রণাটা কার্যত জেঁকে বসেছে ছেলে হেমন্তের। বাবার মৃত্যুতে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী জানান, শূন্য লাগছে…

Leave a Comment