সৌভিক মুখার্জী, কলকাতা: ফের হতাশা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের। বকেয়া ডিএ নিয়ে জারি থাকা মামলার (WB DA Case) দিনক্ষণ আবারও পিছলো। হ্যাঁ, আজ সোমবার শুনানিতে রাজ্যের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে জানালেন, বকেয়া ডিএ’র হিসেব কষে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কত টাকা বকেয়া রয়েছে, কার কত টাকা প্রাপ্য, সেই হিসেবে এখনো চলছে। তাই আরও দু’মাস সময় দরকার।
তবে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় করোল এবং প্রশান্ত মিশ্রর বেঞ্চ কোনোরকম রায় না দিলেও স্পষ্ট জানিয়ে দেয় যে, এই মামলার গুরুত্ব শুধুমাত্র বাংলার নয়, বরং গোটা দেশের। যদিও এখনো পর্যন্ত রাজ্যকে দু’মাস সময় দেওয়ার ব্যাপারে কোনোরকম নির্দেশ দেয়নি দেশের শীর্ষ আদালত। তবে বিচারপতি এই মামলাটির সমস্ত সওয়াল আদালতে বিশদে শুনতে চায় বলেই জানিয়েছে।
পূর্বের নির্দেশ মানেনি রাজ্য
উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল যে, 27 জুনের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ’র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। তবে সেই দিনক্ষণ বহু আগেই পার হয়ে গিয়েছিল। রাজ্য সরকার কোনোরকম অর্থ পরিশোধ করার নামগন্ধ করেনি। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারা বলেছে, পরিকল্পিতভাবেই দেরি করা হচ্ছে। সরকার জানে, কার বেতন কত, আর কত টাকা বকেয়া রয়েছে। কমিটি গঠন করে নতুন হিসাব করার কোনো মানে হয় না। ডেটাবেস সরকারের কাছেই রয়েছে। তাহলে আলাদাভাবে কেন এরকম টালবাহানা?
এমনকি কর্মচারী সংগঠনের আরেক নেতা স্পষ্ট বলেছেন, সরকার বিভ্রান্তি সৃষ্টি করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে রাজ্য সরকার। চাকরির দুর্নীতি মামলায় সরকার যেমন বলেছে আদালত ঠিক করবে কে যোগ্য আর কে অযোগ্য, এখানেও আবার সেই একইরকম কেস। সবকিছু ইচ্ছাকৃতভাবেই।
আরও পড়ুনঃ হঠাৎ লাখ টাকা খরচ করে ৮ জোড়া ট্রেন ভাড়া করলেন ইউনূস! কী হচ্ছে বাংলাদেশে?
এদিকে মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার। তাই রাজ্যের সরকারি কর্মচারীদের 100 শতাংশ বকেয়া DA মিটিয়ে দেওয়ার দাবিতে সওয়াল করা হবে। এখন দেখার, এই মামলার আগামী শুনানি ঠিক কবে হয় এবং রাজ্যের সরকারি কর্মীরা আদৌ সুরহা পায় কিনা। (Source- ABP Ananda)