বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহিলাকে ধর্মান্তরের প্রস্তাব। রাজি না হওয়ায় ঘরে ঢুকে গলা কেটে খুন। অভিযোগের তীর শেখ রইস নামক এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার নেপানগড় থানা এলাকার নাওয়ারা গ্রামে।
জানা যাচ্ছে, দীর্ঘ বেশ কিছুদিন ধরেই ভাগ্যশ্রী নামদেব ধনুক নামক 35 বছর বয়সী এক মহিলাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, বিয়ের আগে ভাগ্যশ্রীকে ধর্মান্তরের প্রস্তাব দেন তিনি।
কিন্তু তাতে রাজি না হননি ওই তরুণী। আর এরপরই শনিবার মহিলার ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করেন শেখ রইস নামক ওই অভিযুক্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
আগেও ভাগ্যশ্রীকে মারধর করতেন অভিযুক্ত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ভাগ্যশ্রীর ঘরে ঢুকে তাঁর ওপর নির্মম অত্যাচার চালান অভিযুক্ত রইস শেখ। জানা যায়, প্রথমে মহিলার গলা কাটেন তিনি, এরপর একাধিকবার তাঁর ওপর নির্মমভাবে ছুরি চালান ওই ব্যক্তি।
বোনের মৃত্যুর পরই মুখ খুলেছেন ভাগ্যশ্রীর দিদি শুভ্রদা। তাঁর বক্তব্য, ওই ব্যক্তি আগেও বেশ কয়েকবার তাঁর বোনের ওপর অত্যাচার চালিয়েছে। চুল টেনে ধরে ভাগ্যশ্রীকে বেশ কয়েকবার মারধর করেছেন তিনি।
এরপরই মৃতার দিদি বলেন, ভাগ্যশ্রীকে প্রথম থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন রইস। সঙ্গে ছিল ধর্মান্তরের প্রস্তাবও। তবে বোন তাতে রাজি হয়নি। সেজন্যই ওর প্রাণটা চলে গেল।
পুলিশের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ!
স্থানীয় সূত্রে খবর, ভাগ্যশ্রী বেশ কয়েকদিন আগেই ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন। তবে প্রথম দিকে পুলিশ তাঁকে আটক করলেও পরে ওই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে স্থানীয় এক প্রতিবাদী জানিয়েছেন, ওই অপরাধীকে ছেড়ে দিয়ে পুলিশ তাঁকে হত্যার পথে ঠেলে দিয়েছে.. এমন একজন অপরাধীর ফাঁসি হওয়া উচিত।
অবশ্যই পড়ুন: ইয়েমেন উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত ৬৮ শরণার্থী, নিখোঁজ ৭৪
উল্লেখ্য, গোটা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি নেপানগড় থানা এলাকায় পৌঁছন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী অর্চনা চিটনিস। পরবর্তীতে মৃতার পরিবারের সাথে কথা বলে তাঁদের সান্তনা জানানোর পাশাপাশি দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী অর্চনা। সূত্রের খবর, পুলিশের তরফেও ইতিমধ্যেই অভিযুক্ত রইস শেখকে গ্রেফতার করা হয়েছে। গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নেপানগড়ের এসডিএমও। (সোর্স: NDTV)