বিয়েবাড়িতে মাংস কম, আর তাতেই বন্দুক বের করল নিমন্ত্রিতরা! রায়গঞ্জে হুলস্থুল কাণ্ড

Raiganj

প্রীতি পোদ্দার, কলকাতা: বৌভাতে শর্ট পড়েছে খাসির মাংস! আর তা নিয়েই ভোজের আসরে ঘটে গেল মারামারি কাণ্ড। অভিযোগ নিমন্ত্রিত পাঁচ তরুণ পাতে পর্যাপ্ত মাংস না পেয়ে পাত্রের পরিবারের সঙ্গে শুরু করে বচসা। যা মুহূর্তেই হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় ৩ অভিযুক্তকে। আদালতের তরফে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল ধৃতদের বিরুদ্ধে।

ঘটনাটি কী?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার অর্থাৎ ২ আগস্ট রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গলুইসুরা গ্রামে রাতে সেখানকার বাসিন্দা বাবলু বর্মনের ভাইপো বঙ্কো বর্মনের বৌভাত ছিল। সেকারণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। প্রথমদিকে নিমন্ত্রিতরা বেশ তৃপ্তি সহকারে নির্বিঘ্নে খাওয়াদাওয়া করছিল। কিন্তু শেষ সময়ে মাংস ফুরিয়ে যায়। আর তাতেই শুরু হয়ে যায় ধুন্ধুমার কাণ্ড। রীতিমত বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় অতিথি ও আয়োজনকারীদের মধ্যে। এবং সেই সময় নাকি উত্তেজিত হয়ে রাগের বশে বিপ্লব মণ্ডল নামে এক তরুণ কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনায় পাত্রের এক আত্মীয় অর্গেন বর্মন ও নিমন্ত্রিত বিপ্লব মণ্ডল জখম হন।

ঘটনায় ধৃত ৩

এই ভয়ংকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তড়িঘড়ি রায়গঞ্জ থানায় যোগাযোগ করা হয়। আর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তড়িঘড়ি আহত দুই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে তিন অভিযুক্ত টিহাকু বর্মন, কালুয়া বর্মন ও বিপ্লব মণ্ডলকে গ্রেপ্তার করার পাশাপাশি দুই রাউন্ড তাজা কার্তুজ সহ একটি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে। এবং উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পাত্রের কাকা বাবলু বর্মন গোটা ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, ‘বৌভাতের শেষ দিকে মাংস শেষ হয়ে গিয়েছিল। আমরা অনুরোধ করে বলেছিলাম, আরেকটা খাসি কাটা হচ্ছে। একটু সময় চাই। কিন্তু ওরা যেহেতু মদ্যপ অবস্থায় ছিলেন। তাই খাবার টেবিলে ভাত ফেলে দিয়ে আমাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। রীতিমত কোমর থেকে পিস্তল বের করে গুলি করার চেষ্টা করে।’ স্থানীয়দের অভিযোগ খাবার টেবিলে বেশ অনেকক্ষণ ধরে পাঁচ তরুণ মাংস কম নিয়ে গোলমাল বাঁধাচ্ছিল। তাতেই এই ঘটনা।

আরও পড়ুন: আরও বাড়ল শেখ শাহজাহানের বিপদ, সন্দেশখালির ৩ BJP কর্মী খুনে বড় আপডেট হাইকোর্টের

১৪ দিনের জেল হেফাজত ধৃতদের

গতকাল অর্থাৎ রবিবার, বৌভাতে মাংস কাণ্ডের ঘটনায় ধৃত তিনজনকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল। সেখানে বিচারক দুজনকে ১৪ দিনের জেল হেফাজত ও বিপ্লব মণ্ডল ওরফে সটলকে দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, ধৃতদের পরিবারের তরফে অধিকা বর্মন নামে এক মহিলা পাত্রপক্ষের চার সদস্যের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছেন। এই প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ‘ধৃতদের কাছ থেকে দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ওয়ান শটার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। একজনকে পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Leave a Comment