সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনপ্রেমীদের জন্য দারুণ আপডেট। চায়না প্রযুক্তি Vivo তাদের নতুন মিড-রেঞ্জ 5G স্মার্টফোন Vivo Y400 5G আজ অর্থাৎ 14 আগস্ট থেকেই বাজারে লঞ্চ করল। যদিও এর আগে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Vivo Y400 Pro, যার দাম 24,999 টাকা। তবে এবার তারই আরেক সংস্করণ যুক্ত করল Vivo, তাও আকর্ষণীয় ফিচার্স ও বাজেটের মধ্যে দাম রেখেই।
কেমন দেখতে Vivo Y400 5G?
প্রথম কথা, Vivo Y400 5G ফোনটি দেখতে অনেকটাই Vivo Y400 Pro মডেলের মতোই। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে হালকা বাঁকানো কার্ভ ডিজাইন, আর ক্যামেরা সেটআপ রাখা হয়েছে ভার্টিকালি ডুয়াল ক্যামেরা অপশনে। এদিকে ফিনিশিং-এ দেওয়া হচ্ছে ব্যাক প্যানেলে কালার অপশন, যা তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে।
vivo Y400 5G Is Coming on August 4 – And It’s All About Style https://t.co/EWhhqKaXLO [Brand Story] pic.twitter.com/bv20XJGmUR
— Smartprix (@Smartprix) August 3, 2025
ফিচার্স ও স্পেসিফিকেশন
ডিসপ্লে- প্রথমে আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকবে 6.67 ইঞ্চির AMOLED স্ক্রিন, যাতে Full HD+ রেজোলিউশন সাপোর্ট নেবে। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং ব্রাইটনেস 1800 nits পর্যন্ত।
প্রসেসর- এই ফোনটিতে রয়েছে শক্তিশালী Snapdragon 4 Gen 2, চিপসের যা আগেও Poco M7 ও Lava Blaze Dragon-এর মতো মডেলের ব্যবহার করা হয়েছে।
RAM ও স্টোরেজ- প্রথম কথা, এই ফোনটিতে 8GB RAM এবং 128GB ও 256GB স্টোরেজের অপশন দেওয়া হচ্ছে, পাশাপাশি স্টোরেজ বাড়ানোরও সুবিধা থাকবে।
ব্যাটারি- এই ফোনটিতে দেওয়া হচ্ছে 6000mAh-এর একটি বিশাল ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তাই ফোনে চার্জ দেওয়া নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না।
ক্যামেরা- এই ফোনের পিছনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি Sony IMX852 প্রাইমারি সেন্সর, আর ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি- এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করেই চলবে, যার ভার্সন থাকবে Funtouch OS 15। পাশাপাশি ফোনটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার জঙ্গিরা কবে, কীভাবে ভারতে ঢুকল? মাস্টারমাইন্ড কে? প্রকাশ্যে আসল রহস্য
দাম কত এই ফোনের?
জানা যাচ্ছে, Vivo Y400 5G ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম হতে পারে 21,999 টাকা। আর যারা একটু বেশি স্টোরেজ চান, তাদের জন্য 8GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম হতে পারে 24,999 টাকা। তাই বাজেটের মধ্যে যারা দুর্দান্ত ফিচার্সের ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে একেবারে সেরার সেরা বিকল্প।