বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের মাটিতে পরাজয়ের পরই মর্যাদা রক্ষার্থে উঠে পড়ে লাগে ভারতীয় দল। সেই মতোই চতুর্থ টেস্ট ড্র হওয়ার পরই সিরিজে সমতা আনতে কার্যত সর্বস্ব দিয়ে ইংলিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে টিম ইন্ডিয়া।
ভরসা ছিল শেষ টেস্ট। আর সেখানেই কামাল দেখালো ভারতের তরুণরা। একার কাঁধে দলের দায়িত্ব নিয়ে ইংলিশ ভূমিতে শেষ লড়াইটা রাঙিয়ে দিলেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। ব্যাটসম্যানরা তো রয়েছেনই, তবে এই দুই তারকার দাপুটে পারফরমেন্সই ইংলিশদের আর ঘুরে দাঁড়াতে দেয়নি।
তবে ইংরেজদের বিরুদ্ধে ভারতের বড় সাফল্যে যাঁর নাম বারবার উঠে আসছে তিনি হলেন প্রধান কোচ গৌতম গম্ভীর। আসলে, গুরু গম্ভীরের 3 সিদ্ধান্তের কারণেই ইংরেজদের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। হ্যাঁ, মাত্র 3 চালেই ইংল্যান্ডকে মাত দিয়েছেন গম্ভীর।
গম্ভীরের এই 3 সিদ্ধান্তেই পরাস্ত ইংল্যান্ড
News 24-এর রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারতীয় দলের সাফল্যের নেপথ্যে হাত রয়েছে প্রধান কোচ গৌতম গম্ভীরের। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, গম্ভীরের বেশ কয়েকটি সিদ্ধান্তেই জয় পেয়েছে ভারত।
বলা বাহুল্য, ভারত বনাম ইংল্যান্ড সিরিজের জন্য গৌতম গম্ভীর মূলত তিনটি বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। যার মধ্যে প্রথমটি হল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর কোচ গৌতম তরুন দলের ওপর ভরসা রেখেছিলেন। সেই মতোই অধিনায়ক করা হয়েছিল শুভমন গিলকে।
অবশ্যই পড়ুন: জিম্বাবুয়ে, বাংলাদেশের পর ওয়েস্টইন্ডিজ! দুর্বলদের বিরুদ্ধে একের পর এক জয় পাকিস্তানের
দ্বিতীয় সিদ্ধান্ত হিসেবে, ওয়াশিংটন সুন্দরের ওপর আস্থা রেখেছিলেন গম্ভীর। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট চলাকালীন যেখানে বারংবার প্রশ্ন উঠেছিল কেন কুলদীপ যাদবকে বসিয়ে রাখা হয়েছে, সেই আবহে কুলদীপকে মাঠে না নামিয়ে, সুন্দরকে কাজে লাগিয়েছিলেন গম্ভীর। সেই ফলও চতুর্থ এবং পঞ্চম টেস্টে হাতেনাতে পেয়েছে টিম ইন্ডিয়া। ম্যানচেস্টারের পর ওভালেও দুর্দান্ত ছন্দে ছিলেন ওয়াশিংটন।
এবং তৃতীয় সিদ্ধান্ত হিসেবে পঞ্চম টেস্টের একেবারে শেষ ইনিংসে ইংল্যান্ডের 9 নম্বর উইকেট ভাঙার পর, আচমকা ড্রেসিংরুম থেকে খবর পাঠান গম্ভীর। গিলদের স্পষ্ট জানানো হয়, ইংল্যান্ডের নবম উইকেটের পরও যেন নতুন বল না নেওয়া হয়। আসলে, গম্ভীর চেয়েছিলেন পুরনো বল দিয়েই ইংল্যান্ডকে পরাস্ত করুক টিম ইন্ডিয়া। কেননা, ম্যাচের একেবারে শেষ লগ্নে পুরনো লাল বলেই গ্রিপ সেট হয়ে গিয়েছিল সিরাজের। প্রধান কোচের সেই সিদ্ধান্তকে সামনে রেখে পুরনো বল দিয়েই ইংলিশদের শেষ উইকেট ওড়ান সিরাজ। আর এর পরই গুরুত্বপূর্ণ তিন সিদ্ধান্তের জন্য প্রশংসিত হচ্ছেন টিম ইন্ডিয়ার হেড স্যার।।