‘ভয়ঙ্কর ভুল’, ধরা পড়ে শুভেন্দুর পা ধরে ক্ষমা চাইলেন সিভিক ভলান্টিয়ার! ভাইরাল ভিডিও

Viral video civic volunteer apologizing for holding Suvendu Adhikari’s leg

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিভিক ভলান্টিয়ারকে তুলোধোনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর! সদ্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে, রাস্তায় কনভয় দাঁড় করিয়ে সিভিল ড্রেসে থাকা এক সিভিককে তাঁর পোশাক নিয়ে একের পর এক কটাক্ষ করছেন শুভেন্দু।

ভিডিওটিতে ওই সিভিককে বিজেপি নেতার পা ধরে ক্ষমা চাইতেও দেখা যায়। তবে তাতে মন গলেনি অধিকারী বাবুর! ভিডিওটিতে সিভিকের পাশাপাশি রাজ্যের শাসক দলকেও আক্রমণ করতে ছাড়েননি রাজ্য বিজেপির অন্যতম পরিচিত মুখ শুভেন্দু অধিকারী।

ভাইরাল ভিডিও

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পা রেখেছে একটি ভিডিও। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে গোলাপি গেঞ্জি ও খয়েরী রঙা প্যান্ট পরিহিত এক সিভিক ভলান্টিয়ারের কাঁধে হাত রেখে তাঁকে তাঁর দায়িত্ববোধ শেখাচ্ছেন শুভেন্দু অধিকারী!

ভিডিওটিতে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, সিভিল ড্রেসে এই পোশাক পরে রাস্তায় ডিউটি করছে মমতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। এটা কোনও পোশাক? পুলিশ অফিসারদের টাকা তুলে দেন তো।

এরপরই বিরোধী দল নেতাকে বলতে শোনা যায়, এরা রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে আর আইসির কাছে জমা দেয়। প্রায় সব মোড়েই একটি করে সিভিক দাঁড় করিয়ে রেখেছে মমতার পুলিশ। ওই সিভিকের গায়ে ইউনিফর্ম না থাকায় তাঁকে ধরে রেখে কার্যত নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা বলেন, সিভিকেরা রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের কাছে পাঠায়। সেই টাকা চলে যায় ভাইপোর কাছেও! এদিন বিজেপি নেতার ভাষা ছিল, মাল তোলো, আইসির কাছে জমা করো, আর ভাইপোর কাছে পাঠাও!

অবশ্যই পড়ুন: QR Code স্ক্যান করে হোটেল-রেস্তরাঁর খাবারের অভিযোগ জানান, দারুণ পরিষেবা FSSAI-র

যদিও ভিডিওটিতে গোলাপি গেঞ্জি পরিহিত ওই সিভিককে বারবার বলতে শোনা গিয়েছিল, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন! শুধু তাই নয়, এদিন নিজের ভুল বুঝতে পেরে হঠাৎ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পা ধরে ক্ষমা চান ওই সিভিক। তবে ভিডিওটির শেষ পর্যন্ত দেখা গিয়েছে, রাজ্যজুড়ে সিভিকদের দাদাগিরির বিষয়টিকে সামনে এনে শাসকদলকে একের পর এক কটাক্ষ করছেন বিরোধী দলনেতা। যেই দৃশ্য সমাজমাধ্যমে পা রাখতেই নজর কেড়েছে হাজার হাজার নেট নাগরিকের।

 

 

আমার ভুল হয়েছে, ক্ষমা করে দ্যান! 😄

Suvendu Adhikari 🔥

Posted by Debabrata Goswami on Tuesday, August 5, 2025

Leave a Comment