প্রীতি পোদ্দার, কলকাতা: গোটা সপ্তাহ ধরেই রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে দিনরাত। এদিকে দিনের পর দিন ভারী বৃষ্টির জেরে কলকাতা সহ একাধিক জেলায় জলযন্ত্রণা বেড়েই চলেছে। কিছুতেই নোংরা জল নাচে না নিচে, এমতাবস্থায় বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া একনজরে জেনে নেওয়া যাক।
আলিপুর আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী, ঘূর্ণাবর্ত এখন উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা পিরোজপুর, চণ্ডীগড়, নাজিবাবাদ, শাহজাহানপুর, লখনউ, গোরক্ষপুর, পাটনা, পূর্ণিয়া, বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার ফলে দক্ষিণবঙ্গে এখন অতি ভারী বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে ভ্যাপসা গরমের দাপট বেশ বজায় থাকবে। উপরন্তু উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বেশ বাড়বে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের শেষ বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। সেইসঙ্গে থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। সব মিলিয়ে, ভ্যাপসা গরমে বেশ নাকানিচুবানি খাবে সকলে। তবে এখনই কমবে না বৃষ্টি। জানা গিয়েছে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। তার সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আগামী বৃহস্পতি থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন: ‘কারোর পৈতৃক সম্পত্তি নয়’, ভাষা বিতর্কে এবার আসরে দিলীপ ঘোষ, নিশানায় …
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে ফের একবার পাহাড়ি পথে ধ্বস নামার আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই ধ্বসের জেরে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক তিন দিন ধরে বন্ধ রয়েছে। পাশাপাশি পাহাড়ি রাস্তায় ধ্বস-ফাটলের আশঙ্কা বাড়বে।