সহেলি মিত্র, কলকাতা: টিটাগড় রেল কারখানার (Titagarh Wagon) মুকুটে নয়া পালক। আবারও একবার বিরাট বরাত পেল এটি। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছেন? তাহলে জানিয়ে রাখি, এবার মুম্বাই মেট্রোর কোচ তৈরী হবে এখানে। তাও কিনা কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
টিটাগড়ে তৈরী হবে মুম্বাই মেট্রোর কোচ
টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের তরফে জানানো হয়েছে, টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড মুম্বাই মেট্রোর লাইন ৬-এর জন্য ১০৮টি কোচ সরবরাহের জন্য ১,৫৯৮.৫৫ কোটি টাকার চুক্তি পেয়েছে। লেটার অফ অ্যাকসেপ্টেন্স (LoA) কোচের নকশা, উৎপাদন, সরবরাহ, ইনস্টলেশন, পরীক্ষা এবং কমিশনিংয়ের সম্পূর্ণ দায়িত্বকে অন্তর্ভুক্ত করে। মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (MMRDA) এর পক্ষ থেকে নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানি (NCC) কর্তৃক প্রদত্ত চুক্তিতে দুই বছরের ত্রুটি দায়বদ্ধতার সময়কালের পরে পাঁচ বছরের রক্ষণাবেক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তির অংশ হিসেবে, টিআরএসএল লাইন ৬-এর জন্য ১৮টি ট্রেন সেট সরবরাহ করবে, প্রতিটিতে ছয়টি কোচ থাকবে, যা স্বামী সমর্থ নগরকে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের মাধ্যমে ভিক্রোলির সাথে সংযুক্ত করবে। প্রকল্পের নকশা এবং নির্মাণ পর্ব ১০৪ সপ্তাহের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে, যার পরে রক্ষণাবেক্ষণ চুক্তি শুরু হবে।
১,৫৯৮.৫৫ কোটি টাকার চুক্তি পেল টিটাগড়
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রীতিশ চৌধুরীর মতে, প্রকল্পের লাভ টিআরএসএল-এর বিদ্যমান মেট্রো চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা আনুমানিক ৯ থেকে ১০ শতাংশ। তিনি উল্লেখ করেছেন যে কোম্পানিটি ক্ষমতা বৃদ্ধি এবং পিছনের দিকে ইন্টিগ্রেশন সম্পন্ন করার সাথে সাথে এই লাভগুলি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ‘কাকিমাকে আমি ভয় পাই…’ জিতু, দিতিপ্রিয়ার চ্যাট ফাঁস! বিস্ফোরক অভিনেত্রী
প্রতিটি কোচের দাম নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং গ্রাহকের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে ১০ কোটি থেকে ১১ কোটি টাকার মধ্যে। পশ্চিমবঙ্গের উত্তরপাড়ায় টিআরএসএল-এর সমন্বিত উৎপাদন সুবিধা প্রকল্পটি বাস্তবায়নের কেন্দ্রবিন্দুতে থাকবে।