Top 10: শুভেন্দুর কনভয়েতে হামলা, উত্তরকাশিতে ভয়াবহ বন্যা, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ৫ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার, কিংবা শুভেন্দু অধিকারীর কনভয়েতে হামলা, দূর্গাপূজার অনুদান নিয়ে হাইকোর্টে মামলা অথবা উত্তরকাশিতে ভয়াবহ বন্যা, সবই হয়েছে আজ। চলুন একে একে দেখে নেওয়া যাক আজকের সেরা ১০ খবর।

১০) বদলে গেল কলকাতা মেট্রো অ্যাপের নাম

বদলে গেল কলকাতা মেট্রো অ্যাপের নাম। হ্যাঁ, এতদিন মেট্রো রাইড কলকাতা নামে যে অ্যাপ যাত্রীরা ব্যবহার করত, সেই অ্যাপের নতুন নাম রাখা হয়েছে আমার কলকাতা মেট্রো। ৩ আগস্ট থেকে এই অ্যাপটি নতুন ভাবে চালু হয়েছে এবং এটি সিআরআইএস দ্বারা নির্মিত। ২০২৫ সালের শুরুতে এই অ্যাপে আরো কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। বর্তমানে এই অ্যাপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েডে পাওয়া যাচ্ছে। তবে খুব শীঘ্রই iOS-এ পাওয়া যাবে বলে জানা গিয়েছে। বর্তমানে ১২.৩০ লক্ষ অ্যান্ড্রয়েড এবং ৭৬ হাজার আইফোন ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) সেপ্টেম্বরে চলবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন আগামী সেপ্টেম্বর মাসেই চলবে। এমনটাই জানিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এটি হবে দেশের প্রথম বন্দে ভারত ট্রেন, যেখানে রাতের জন্য স্লিপার কোচ থাকবে। আর এটি রাজধানী এক্সপ্রেসের রুটেই চলবে। এছাড়া মুম্বাই-আমেদাবাদ রুটে ভারতের প্রথম বুলেট ট্রেন চালু হবে, যা ৫০০ কিলোমিটার পথ মাত্র ২ ঘন্টা ৭ মিনিটেই পৌঁছে দেবে। রেলমন্ত্রী ভবননগর সফরে একাধিক ট্রেন উদ্বোধন করেছেন এবং জানিয়েছেন যে, নতুন আটটি অমৃত ভারত ট্রেন আসছে, যা কম ভাড়ায় আধুনিক সুবিধা দেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) শুভেন্দু অধিকারীর কনভয়েতে ভয়াবহ হামলা

কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধেই। পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাওয়ার সময় তার গাড়িতে ইট ছোড়া হয়েছে এবং গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় যে, শাসক দলের পতাকা ও লাঠি হাতে থাকা বিক্ষোভকারীরা গাড়িতে আঘাত করেছে। যদিও কেউ আহত হয়নি। তবে বিজেপি এই ঘটনায় তৃণমূলকে দায়ী করছে। এদিকে তৃণমূলের জেলা সভাপতি পাল্টা অভিযোগে বলেছেন, শুভেন্দু নিজেই উত্তেজনা বাঁধাতে চেয়েছিল এবং তার কনভয়ের লোকজন হামলার চেষ্টা করে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) দূর্গাপূজার অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

২০২৫ সালের দূর্গা পূজার জন্য রাজ্য সরকার পুজো কমিটিগুলোকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছে। আর এতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল দুর্গাপুরের সৌরভ দত্ত। ২০১৮ সালের মাত্র ১০,০০০ টাকা দিয়ে শুরু হয়েছিল এই অনুদান। আর বর্তমান ৯০০ শতাংশ বেড়ে তা ৫০০ কোটি টাকা খরচের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া থাকা সত্ত্বেও এরকম ধরনের প্রকল্প প্রশ্নের মুখে। অনেকেই একে ভোটের আগে রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করছে। অনুদান নিয়ে আগেও মামলা হয়েছে। তবে আদালতের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনও রায় মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) প্রয়াত জন্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক

মাত্র ৭৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন জন্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির রোগে ভুগছিলেন এবং নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৭০-এর দশকে এবং তিনি বিভিন্ন দলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ ও ২০১৯ সালের জন্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকা অবস্থায় ৩৭০ ধারা বাতিল করাও হয়েছিল। পাশাপাশি তিনি বিহার, উড়িষ্যা, গোয়া ও মেঘালয়ের রাজ্যপালও ছিলেন। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে শোক প্রকাশ করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ২৩ বছর পর হাঁটতে শিখল শয্যাশায়ী পল্লবী মন্ডল

জন্ম থেকেই শয্যাশায়ী বিশেষভাবে সক্ষম পল্লবী মন্ডল অবশেষে ২৩ বছর বয়সে হাঁটতে শিখল। হ্যাঁ, এম আর বাঙ্গুর হাসপাতালের চিকিৎসাতেই তার এই সাফল্য। দেড় বছর ধরে থার্ড ডিগ্রী বেডসোরে ভোগা পল্লবীর চিকিৎসায় তার পরিবার পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল। শহরের একাধিক হাসপাতালেও ঘুরে কোনো সাড়া মেলেনি। তবে এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসকরা আশ্বাস দিয়েছিলেন এবং মাত্র ৮ মাসের চিকিৎসাতেই পল্লবীকে তারা হাটাতে সক্ষম হয়েছেন। দিন-রাত এক করে চিকিৎসারা তাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) সিভিক ভলেন্টিয়ারের উপর চড়াও হলেন শুভেন্দু অধিকারী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সিভিক ভলেন্টিয়ারকে পোশাক ও আচরণ নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করছে। গোলাপি গেঞ্জি ও খয়রি প্যান্ট পড়ে ডিউটি করছিল ওই সিভিক। তার গায়ে কোনোরকম ইউনিফর্ম ছিল না। শুভেন্দুর থেকে ঘুষ নেওয়ার জন্যই তাকে অভিযুক্ত বলে তুলে ধরেন তিনি। এমনকি তিনি অভিযোগ তোলেন, সিভিকরা টাকা তুলে পুলিশ ও ভাইপোর কাছে পাঠায়। ভুল স্বীকার করে সিভিক তাঁর পা ধরে ক্ষমাও চান। তবুও শুভেন্দু থামেননি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) স্নাতক স্তরে ভর্তির জন্য সময়সীমা বেধে দিল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ সরকার এবার কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য সামাজিক শ্রেণীবিন্যাস সংক্রান্ত তথ্য আপলোডের চূড়ান্ত সময়সীমা বেধে দিল। ৫ আগস্ট রাত ১১ঃ৫৯-এর মধ্যে সেন্ট্রালাইসড অ্যাডমিশন পোর্টালে এই তথ্য যদি জমা না দেওয়া হয়, তাহলে আবেদন ডিফল্ট হিসেবেই থেকে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৯ জুলাই থেকে তথ্য আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল। তবুও বহু আবেদনকারী এখনো তথ্য জমা দেয়নি। এর ফলে রাজ্য সরকার মেধা তালিকা প্রকাশ করতে সমস্যায় পড়ছে। তাই এবার উচ্চশিক্ষা সংসদ কড়া পদক্ষেপ নিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) উত্তরকাশিতে ভয়াবহ বন্যা, বিপর্যস্ত গোটা গ্রাম

উত্তরাখণ্ডের উত্তরকাশির ধরাল গ্রামে হঠাৎ ঘটল ক্লাউড ব্লাস্ট, যার ফলে ভয়াবহ বন্যা ও ধ্বস নেমে এসেছে। মুহূর্তের মধ্যেই গোটা গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি ঘরবাড়ি, হোটেল, হোমস্টে, দোকান সবই জলের তলায়। এখনো পর্যন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। আর বহু মানুষ নিখোঁজ। সেনাবাহিনী এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা উদ্ধার কাজে লেগে পড়েছে। প্রচুর গবাদি পশুও জলে ভেসে গিয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দ্রুত ত্রাণ এবং উদ্ধারের ব্যবস্থাও করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) টিটাগরে তৈরি হবে মুম্বাই মেট্রোর কোচ

টিটাগর রেল সিস্টেমস লিমিটেড মুম্বাই মেট্রো লাইন ৬-এর জন্য এবার ১৫৯৮.৫৫ কোটি টাকার চুক্তি পেল। এই প্রকল্পে ১৮টি ট্রেন সেট, মোট ১০৮ টি কোচ তৈরি করা হবে। আর প্রতিটি ট্রেনে ছয়টি করে কোচ থাকবে। কোচগুলির নকশা নির্মাণ, ইনস্টলেশন পরীক্ষা ও কমিশনিং-এর পাশাপাশি পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে। আর কোচ তৈরির কাজ হবে উত্তরপাড়ার কারখানায় এবং আগামী ১০৪ সপ্তাহের মধ্যেই তা শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, প্রতিটি কোচের আনুমানিক দাম পড়ছে ১০ থেকে ১১ কোটি টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment