সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাংক 2025 সালের আগস্ট মাসের মুদ্রানীতি কমিটির বৈঠকের পর বিরাট সিদ্ধান্ত নিল। হ্যাঁ, আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্ট জানিয়ে দিলেন, রেপো রেটে (Repo Rate) কোনোরকম পরিবর্তন আনা হবে না। অর্থাৎ আগের মতোই রেপো রেট 5.50 শতাংশ থাকছে।
উল্লেখ্য, বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ঋণ দেওয়ার যে সুদের হার রিজার্ভ ব্যাংক ধার্য করে, তাকেই রেপো রেট বলা হয়। আর এই হার যত কমে, ব্যাংকগুলি গ্রাহকদের তত কম সুদে ঋণ দিতে পারে। ফলে হোম লোন, কার লোন বা ব্যক্তিগত লোনের ক্ষেত্রে ইএমআই অনেকটাই কমে।
কী জানিয়েছে গভর্নর সঞ্জয় মালহোত্রা?
এদিন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা MPC বৈঠকে বলেছেন, আমরা সর্বসম্মতভাবে রেপো রেট পরিবর্তন না করারই সিদ্ধান্ত নিয়েছি। অর্থনৈতিক ধারা ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। তবে মূল্য বৃদ্ধির আশঙ্কা এখনো পর্যন্ত কাটেনি।
#WATCH | Monetary Policy Committee decides to keep the policy repo rate unchanged at 5.5%, neutral stance to continue, says RBI Governor Sanjay Malhotra.
(Video source: RBI/YouTube) pic.twitter.com/dZLo5WjFKj
— ANI (@ANI) August 6, 2025
তিনি আরো জানিয়েছেন, 2025 সালের শুরুতে রেপো রেট ধারাবাহিকভাবে মোট 100 বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে 25 বেসিস পয়েন্ট করে এবং সর্বশেষ MPC বৈঠকে 50 বেসিস পয়েন্ট।
এদিকে বিশ্বের অনেক উন্নত দেশ মূল্যস্ফীতির প্রকোপে ধুঁকছে। আর সেখানে রিজার্ভ ব্যাংক ভারতের মূল্যস্ফীতি নিয়ে কিছুটা আশাবাদী। কারণ 2025-26 অর্থবর্ষের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস কমিয়ে তারা 3.7 শতাংশ থেকে 3.1 শতাংশে নেমে এসেছে। এদিকে কোয়ার্টার অনুযায়ী 2025-26 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মূল্যস্ফীতি হতে পারে 3.4% থেকে 2.1%। তৃতীয় ত্রৈমাসিকে মূল্যস্ফীতি হতে পারে 3.9% থেকে 3.1%। আবার চতুর্থ ত্রৈমাসিকে তা 4.4%-এ গিয়ে ঠেকতে পারে।
আরও পড়ুনঃ ১৫৫০ টাকা চড়ল সোনার দর, রুপো নিয়েও খারাপ খবর! আজকের রেট
প্রসঙ্গত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সম্প্রতি রিজার্ভ ব্যাংক কিছুটা সফলতা পেয়েছে। ফলে বর্তমানে মূল্যস্ফীতি 4 শতাংশে স্থির রয়েছে। এদিকে মৌসুমী বৃষ্টিপাত বা কৃষিকাজে ইতিবাচক ধারা অর্থনীতিকে ফের আশার আলো দেখাচ্ছে। তাই আরবিআই চাইছে, নিরাপদে ধীরে ধীরে সুদের হারে পরিবর্তন আনতে। সে কারণেই এখন রেপো রেট কমানোর মতো সিদ্ধান্ত নেওয়া হয়নি।