‘নবান্ন অভিযানের ভয়ে ঝাড়গ্রাম পালিয়েছেন!’ প্রমাণ দিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ৯ আগস্ট, একবছর হতে চলেছে আরজি কর-কাণ্ডের! যাকে কেন্দ্র করে একটা সময় দেশ জুড়ে মশাল জ্বলে উঠেছিল। শুধু ভারত নয়, এই ঘটনার ভিত্তিতে একের পর এক গণপ্রতিবাদের সাক্ষী হয়েছে বিদেশও। কিন্তু তবুও এখনও পুরোপুরি স্বস্তির সুরাহা মেলেনি। তাই এবার ধর্ষণ-খুনের প্রতিবাদে আগামী ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আর এই অভিযানকে ঘিরে সরকারকে বিঁধে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

নবান্ন অভিযানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নাম না করে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন যে, “ডাক্তার বোনের ওপর শারীরিক অত্যাচার এবং তাঁর মৃত্যুর জন্য প্রধান দায়ী, অভয়ার মা-বাবাকে এত ভয় পেয়েছেন যে, নিজে ভয়ে ঝাড়গ্রাম পালিয়েছেন, আর গোটা রাজ্যের পুলিশকে হাওড়ার নীল বাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন!”

পুলিশকে নিয়ে কটাক্ষ শুভেন্দুর

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে মমতাকে বিঁধে আরও বলেন যে,“ অভয়ার মা-বাবা ওঁদের কৃতী সন্তানের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় অধ্যায়ের এক বছর পর, নবান্ন যাওয়ার আহ্বান দিয়েছেন রাজ্যের পুলিশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাব তলব করতে ওঁর পাহাড়প্রমাণ ব্যর্থতার জন্য, কিন্তু সেই ভয়ে আগেভাগেই ঝাড়গ্রামে প্রশাসনিক কর্মসূচির অজুহাতে একেবারে শহর ছেড়ে পালিয়েছেন মাননীয়া! কিন্তু চেয়ারটা তো রয়ে গেছে হাওড়ার নীল বাড়ির ১৪ তলায়, সেটা না কেউ টলিয়ে দেয় ওঁর অবর্তমানে, তাই সারা রাজ্যের পুলিশকে কীভাবে পথে নামানো যায় সেই ব্যবস্থা করতে সব বড় বড় পুলিশকর্তাদের আজ বৈঠক হচ্ছে হাওড়ার শিবপুরের পুলিশ লাইনে!”

Suvendu Adhikari

আরও পড়ুন: রাজ্যের অফিসার আর নয়, নির্বাচনের আগেই ভোটার কার্ড নিয়ে বড় বদল নির্বাচন কমিশনের

উল্লেখ্য, আগেই জানানো হয়েছিল যে আগামী ৯ আগস্ট ‘নবান্ন অভিযান’-এর মিছিলে অংশ নিতে চলেছেন নিহত চিকিৎসকের মা-বাবা। গোটা মিছিলটাই হবে সম্পূর্ণ অরাজনৈতিক। আর এই অভিযানে দলীয় পতাকা ছাড়া থাকবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতা কর্মীরা। তবে এই অভিযানে থাকবে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট। কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন যে, দলীয় পতাকা ছাড়া সম্পূর্ণ অরাজনৈতিক হলেও এখানে যেহেতু রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন, তাই সিদ্ধান্ত। কিন্তু ওইদিন জুনিয়র চিকিৎসকরা ‘কালীঘাট চলো’র ডাক দিয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment