ইংল্যান্ড সফর শেষ! জেনে নিন ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া

next Matches of the Indian cricket team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হারতে হারতেও যে জেতা যায় তা ইংল্যান্ড সিরিজে আরও একবার প্রমাণ করে দেখিয়েছে ভারতীয় দল। ইংরেজদের বিরুদ্ধে ওভাল টেস্টের পর সিরিজে সমতা ফেরাতে এক প্রকার উঠে পড়ে লেগেছিল শুভমন সেনা।

সেই মতোই, ব্যাটিং এবং বোলিং আক্রমণে প্রতিপক্ষকে একপ্রকার কোণঠাসা করে ফেলেছিল ভারত। পঞ্চম টেস্টের ময়দানে ভারতীয় তারকা মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার দাপটে মাঠ ছাড়ে ইংরেজরা। আর তাতেই শেষ টেস্ট জিতে 2-2 ব্যবধানে সিরিজ সমতায় রাখে টিম ইন্ডিয়া। কিন্তু আপাতত ইংল্যান্ড সিরিজ শেষ। এরপর ফের কবে মাঠে নামবে ভারতীয় দল? রোহিত, বিরাটের কামব্যাক সিরিজই বা কবে?

ফের কবে মাঠে নামবে ভারত?

আপাতত ইংল্যান্ড সিরিজ শেষ করে টানা একমাস বিশ্রামে থাকবে ভারতীয় দল। এরপর টিম ইন্ডিয়াকে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের ময়দানে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঘোষিত সুচি অনুযায়ী, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। তবে ভারতীয় দল মাঠে নামবে 10 তারিখ। এদিন টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী।

রোহিত বিরাটের কামব্যাক সিরিজ কবে?

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ আপাতত স্থগিত হয়ে যাওয়ায় ভারতীয় মহতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির কামব্যাক নিয়ে অপেক্ষা বেড়েছে ভক্তদের। কিন্তু কথায় আছে সময় বয়ে যায় সময়েই! আসলে এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় সেই আসরে জায়গা হবে না রোহিত, বিরাটের।

অবশ্যই পড়ুন: CAB প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন লড়বেন সৌরভ গাঙ্গুলি, প্রতিপক্ষ কে?

কিন্তু তাতে কি! আসন্ন অক্টোবরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। আর সেই ওয়ানডে সিরিজেই দেখা মিলবে রোহিত এবং বিরাটের। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া সিরিজ শেষে ভারতীয় দলকে মুখোমুখি হতে হবে দক্ষিণ আফ্রিকার।

যেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি অর্থাৎ তিন ফরম্যাটেই খেলতে হবে স্বদেশীদের। অর্থাৎ এই আসরেও রোহিত, বিরাটকে মাঠে দেখার সৌভাগ্য হবে দর্শকদের। সবমিলিয়ে বলাই যায়, ইংল্যান্ড সিরিজের পর কিছুটা বিশ্রাম নিয়ে আগামী কয়েক মাস ব্যস্ততার মধ্যে দিয়েই দিন কাটবে ভারতীয় ক্রিকেটারদের।

Leave a Comment