বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপে ঘোড়া ছোটাচ্ছে মোহনবাগান। কিন্তু ইস্টবেঙ্গল সহ কলকাতার বাকি দলগুলির অবস্থা কেমন? জানা যাচ্ছে, লাল হলুদ ছাড়া শহরের বাকি 3 দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। নিয়ম অনুযায়ী, চলতি বছর নকআউটে পৌঁছবে মোট 8টি দল। তাদের মধ্যে 6টি গ্রুপের শীর্ষে থাকা দলগুলি পৌঁছবে কোয়ার্টার ফাইনালে।
এবং প্রথম দুয়ে থাকা দুটি দল লড়াইয়ের মধ্য দিয়ে নক আউটে নিজেদের জায়গা করে নেবে। এখন দেখার শহরের চার দলের মধ্যে কে কতটা এগিয়ে? কেননা, একেবারে মাঝপথে পৌঁছেছে ডুরান্ডের গ্রুপ পর্বের খেলা।
মোহনবাগানের অবস্থা
সেনাবাহিনী টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোট দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে মোহনবাগান। যার মধ্যে প্রথম ম্যাচে প্রতিবেশী মহামেডান স্পোর্টিংকে 3-1 ব্যবধানে উড়িয়ে জয় পেয়েছে তারা।
এরপর দ্বিতীয় ম্যাচেও বর্ডার সিকিউরিটি ফোর্সকে একেবারে 4 গোলের মালা পরিয়ে ম্যাচের রং সবুজ মেরুন করে দিয়েছে মোহনবাগান। সব মিলিয়ে, আপাতত ডুরান্ডে 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে গঙ্গা পাড়ের দল।
ইস্টবেঙ্গলের অবস্থা
ডুরান্ড কাপে ঝাঁপিয়ে প্রথম ম্যাচে জয় তুলেছে ইস্টবেঙ্গল। সেনাবাহিনীর টুর্নামেন্টে পা রাখতেই সাউথ ইউনাইটেডকে 5-0 গোলে পরাস্ত করে ক্ষমতা জাহির করেছে লাল হলুদ। আর এই জয় নিয়েই বর্তমানে এ গ্রুপে 3 পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগানের প্রতিবেশ। আপাতত ইস্টবেঙ্গলের নজর, পরবর্তী ম্যাচের দিকে। বলা বাহুল্য, আজ অর্থাৎ বুধবার নামধারী এফসির বিরুদ্ধে মাঠে নামছে লাল হলুদ।
মহামেডানের অবস্থা
ভারতীয় ফুটবলে চরম দুঃসময় কাটাচ্ছে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দল মহামেডান। দিনের পর দিন হতশ্রী পারফরমেন্স এবং আর্থিক সমস্যা নিয়ে এক প্রকার ধুঁকছে সাদাকালো ব্রিগেড। চলতি ডুরান্ড কাপেও মহামেডানের দৈন্যদশা চোখে পড়েছে। বলে রাখি, ডুরান্ড কাপের প্রথম ম্যাচ ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মাঠে নেমে 1-2 ব্যবধানে হারতে হয়েছে তাদের। এরপর দ্বিতীয় ম্যাচেও মোহনবাগানের সামনে 1-3 গোলে গুঁড়িয়ে যায় সাদা কালোদের দল। আপাতত বি গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে তারা।
অবশ্যই পড়ুন: ‘এতক্ষণে আমি মর্গে থাকতাম!’ কোচবিহারে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু
প্রসঙ্গত, শহরের তিন অতি পরিচিত ফুটবল দলের পাশাপাশি কথা বলতেই হয়, কলকাতার আরেক বড় দল ডায়মন্ড হারবার এফসি প্রসঙ্গে। কেননা, চলতি ডুরান্ড কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে এই দল। প্রথম ম্যাচে মহামেডানকে এবং পরেরটিতে BSF-এর বিরুদ্ধে 8-0 গোলে দুর্ধর্ষ জয় পেয়েছে ডায়মন্ড হারবার। আপাতত দুই ম্যাচের দুটিতেই জিতে বাগানের সমান অর্থাৎ 6 পয়েন্টে দৌড়াচ্ছে তারা।