দোষ ঢাকতে OBC সংরক্ষণ মামলাকে কাঠগড়ায় তুলল রাজ্য! ভর্ৎসনা হাইকোর্টের

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য সরকারের বিরুদ্ধে অনেকদিন ধরেই অভিযোগ উঠে আসছিল যে, প্রবেশিকায় পাশ করার পরেও স্নাতকোত্তর কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না। তাই নিয়ে অভিযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। শেষে কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য হয়েছিল সুপ্রিয়া মণ্ডল-সহ একদল পরীক্ষার্থী। সেই সময় এই মামলাটি হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে উঠেছিল। তখন তিনি নির্দেশ দিয়েছিলেন যে OBC সংক্রান্ত রাজ্যের বিজ্ঞপ্তি হাই কোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিত করে দেওয়ায় পুরনো নিয়ম অনুযায়ী ৭ শতাংশ সংরক্ষণ নিয়েই ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু বিচারপতি নির্দেশ দিলেও সেই নির্দেশ পালন করেনি রাজ্য।

ভর্তি নিয়ে রাজ্যকে প্রশ্ন বিচারপতির

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ক স্নাতকোত্তর কোর্সে ভর্তি বিলম্ব দেখে বেশ ক্ষুব্ধ পড়ুয়ারা। আদালত ভর্তি সংক্রান্ত নির্দেশিকা দিলেও তা আমল করছে না রাজ্য। যার জেরে এবার কলকাতা হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী অমিতাভ চৌধুরীকে সরাসরি প্রশ্ন করল বিচারপতি কৌশিক চন্দ। গতকাল অর্থাৎ মঙ্গলবার, বিচারপতি রাজ্যের কাছে প্রশ্ন করে কেন বা কীসের ভিত্তিতে নির্দেশ পালন করা হয়নি। জবাবে এজি কিশোর দত্ত যুক্তি দেন যে ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার জটিলতায় নির্দেশ পালন করা যায়নি। কিন্তু সেই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি।

ভর্ৎসনার মুখে সরকার

রাজ্যে চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ক স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার এই মামলায় বিচারপতি কৌশিক চন্দ রাজ্যের আইনজীবীর দেওয়া যুক্তি একদমই মেনে নিতে পারেনি। তিনি ক্ষুব্ধতার সঙ্গে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে আদালতের নির্দেশ পালন না-করে বসে থাকার জন্য রাজ্যকে অনন্তকাল সময় তিনি দেবেন না। যত শীঘ্র সম্ভব রাজ্যে চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ক স্নাতকোত্তর কোর্সে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে। প্রসঙ্গত, গত বছর মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের ৭৭ টি জনজাতিকে OBC তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয় হাইকোর্ট।

আরও পড়ুন: ‘নবান্ন অভিযানের ভয়ে ঝাড়গ্রাম পালিয়েছেন!’ প্রমাণ দিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর

হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব OBC সার্টিফিকেট বাতিল করে দেয় যার ফলে হাইকোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু সেই মামলা এখনও বিচারাধীন। এরপর রাজ্য নতুন তালিকা ঘোষণা করে। এদিকে এই নতুন তালিকার উপরেই স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এমতাবস্থায় সেই স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়াল হাইকোর্ট।

Leave a Comment