‘আমার জানা নেই…’ রাশিয়া প্রসঙ্গে ভারত পাল্টা দিতেই ‘নির্বোধ’ বালক হয়ে উঠলেন ট্রাম্প

Donald Trump responds to Indian Foreign Ministry’s message

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর 25 শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতেও মন ভরেনি তাঁর। সোমবার আবারও হুঁশিয়ারি দিয়ে ট্রুথ সোশালে আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছিলেন, রাশিয়া থেকে তেল কিনে তা খোলা বাজারে বিক্রি করছে ভারত। এর জন্য ভারতের ওপর আরও শুল্ক চাপানো হবে।

ট্রাম্পের এমন হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেয় ভারতীয় বিদেশ মন্ত্রক। কার্যত আমেরিকাকে আয়না দেখিয়ে ভারতের প্রতি আমেরিকার অবস্থানকে অন্যায্য এবং অবাস্তব বলে দাবি করে কেন্দ্রীয় মন্ত্রক। ভারতীয় বিদেশ মন্ত্রকের সেই দাবির বিপরীতে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া

সোমবার ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারির পরই অবস্থান স্পষ্ট করে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়, আমেরিকা এবং ইউরোপ রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতকে লক্ষ্যবস্তু করছে। এদিকে আমেরিকা নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম, হেক্সাফ্লোরাইড, প্যালডিয়াম সহ বিভিন্ন সার এবং রাসায়নিক কিনছে।

বিদেশ মন্ত্রক জানায়, সমস্ত প্রয়োজনীয় দ্রব্য এশিয়া থেকে ইউরোপীয় দেশগুলিতে চলে যাওয়ার পরই রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছিল ভারত। এদিকে আমেরিকা নিজেই ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কথা বলে।

বিদেশ মন্ত্রক জানায়, বিশ্বব্যাপী জ্বালানির বাজারে ভারসাম্য বজায় রাখতে আমেরিকা নিজেই ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যেতে বলেছিল। এদিকে সেই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে লক্ষ্যবস্তু করছে। এই ঘটনা আদতেই অন্যায্য ও অযৌক্তিক। জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার্থে ভারত সব রকম পদক্ষেপ নেবে।

বিদেশ মন্ত্রকের সেই দাবির পরিপ্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ANI-র রিপোর্ট অনুযায়ী, রাশিয়া থেকে আমেরিকার ইউরেনিয়াম সহ অন্যান্য রাসায়নিক কেনার বিষয়টিকে সামনে রেখে বিদেশ মন্ত্রক যে বিবৃতি দিয়েছিল তার প্রতিক্রিয়ায় আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছেন, এই বিষয়টা আমার জানা নেই, আমি অবশ্যই তদন্ত করব। ট্রাম্পের এমন মন্তব্যের পর কার্যত হতবাক অনেকেই। প্রশ্ন উঠছে, আমেরিকা রাশিয়া থেকে কী কী আমদানি করছেন তা প্রেসিডেন্ট হয়েও জানেন না ট্রাম্প?

অবশ্যই পড়ুন: দিমিত্রির কলকাতায় আসা নিয়ে নয়া আপডেট

ইউরোপকেও যোগ্য জবাব ভারতের!

ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতার পরিপ্রেক্ষিতে বিদেশমন্ত্রক একেবারে তথ্য দিয়ে জানায়, গত বছর অর্থাৎ 2024 সালে রাশিয়ার সাথে 67,500 কোটি ইউরোর বাণিজ্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। যেখানে 2023 সালে এই বাণিজ্যের পরিমাণটা ছিল মাত্র 17,200 ইউরোতে। এর অর্থ ভারতের থেকেও রাশিয়ার সাথে বেশি বাণিজ্য হয় ইউরোপীয় ইউনিয়নের। তাছাড়াও ইউরোপের তরফে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাসের মতো নানান জ্বালানি আমদানির পরিমাণ দেখিয়ে গোটা চিত্রটা স্পষ্ট করে দেয় ভারতীয় বিদেশ মন্ত্রক। অনেকেই বলছেন, এতে একেবারে যোগ্য জবাব পেয়েছে ইউরোপীয় দেশগুলি।

Leave a Comment