প্রীতি পোদ্দার, কলকাতা: ফের আরও এক নবান্ন অভিযান! এদিকে সামনের মাসেই পুজো। তাই এখন থেকেই কাপড়ের ব্যবসায়ীদের জোর প্রস্তুতি নিতে হচ্ছে, কিন্তু কোথায় আর কি? একের পর এক নবান্ন অভিযানে রীতিমত ক্ষতির মুখে দেখে চলেছে হাওড়ার ব্যবসায়ীরা। শুধু ব্যবসা নয়, সাধারণ মানুষের জনজীবনেও দেখা যাচ্ছে দুর্গতি, তাই সেই ঝঞ্ঝাট থেকে বাঁচতে এবার হাইকোর্টে উঠল জনস্বার্থ মামলা।
হাইকোর্টে জনস্বার্থ মামলা!
দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, গত ২৮ জুলাই চাকরিহারা-চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান হয়েছিল। যদিও কেউই নবান্ন চত্বরে প্রবেশ করতে পারেনি পুলিশের কড়া পদক্ষেপ। কিন্তু তাও ওই এলাকায় বিরাট জমায়েত তৈরি হয়েছিল। বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল হাওড়ার মঙ্গলাহাট ব্যবসায়ীদের। পুজোর আগে যেখানে কেনাকাটার একটা ঝোঁক থাকে, সেখানে বারংবার এই অভিযান মিছিলে তাঁদের ব্যবসায় বেশ সমস্যা তৈরি হচ্ছিল। তাই সেই সময় হাট ব্যবসায়ীরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলায় আদালত নবান্ন অভিযানের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল। এমতাবস্থায় ফের আগামী ৯ আগস্ট, আরজি করের ঘটনার এক বছরে ফের নবান্ন অভিযান হতে চলেছে।
কবে হবে শুনানি?
একের পর এক নবান্ন অভিযানের জেরে এদিকে বারবার থমকে যাচ্ছে হাওড়া শহরের স্বাভাবিক জনজীবন। শহরজুড়ে তৈরি হচ্ছে বিনা কারণে যানজট, এমনকী বিপদে পড়ছেন স্কুলপড়ুয়া থেকে শুরু করে অ্যাম্বুল্যান্সে থাকা রোগীরাও। তাই এবার সেই অভিযানেও বন্ধ আনতে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেন হাওড়ার এক বাসিন্দা। মামলাকারীর আর্জিতে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বোম্বে হাইকোর্টের বিচারপতি পদে বসবে বিজেপি’র প্রাক্তন মুখপাত্র! ছড়াল বিতর্ক
প্রসঙ্গত, আগামী ৯ আগস্ট, আরজি কর কাণ্ডের একবছর পূর্ণ হতে চলেছে। কিন্তু ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হলেও সঠিক বিচার এখনও পাননি তিলোত্তমার বাবা-মা। তাই ধর্ষণ-খুনের প্রতিবাদে আগামী ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। সেই অভিযানে ইতিমধ্যে বিজেপি নেতা-কর্মীদের সামিল হওয়ার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে থাকবে না কোনো দলীয় পতাকা। অন্যদিকে ওই একই দিনে কালীঘাট অভিযানের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা।
h