মহুয়া-পিনাকীর রিসেপশনে চাঁদের হাট দিল্লিতে! কারা কারা উপস্থিত ছিলেন?

Mahua Pinakis Grand Reception

প্রীতি পোদ্দার, কলকাতা: দিল্লিতে মহুয়া-পিনাকীর জমকালো রিসেপশনে গতকাল যেন বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় নেতা-নেত্রীরা। হাতে শাখা, পলা, পরনে লাল শাড়ি এবং হালকা গয়নায় একেবারে অন্য সাজে ধরা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে কম চমক দেননি পিনাকি মিশ্র, সাদা ও লাল কম্বিনেশনের ধুতি-পাঞ্জাবি পড়ে সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছিল এই জুটি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল সেই ছবি।

জাঁকজমক আসর রিসেপশন পার্টিতে

জল্পনা রটছিল অনেকদিন ধরেই, কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই, অবশেষে চলতি বছর গত ৩০ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। জার্মানির বার্লিনে ঘনিষ্ঠ বন্ধু ও হাতে গোনা আত্মীয়ের উপস্থিতিতে বিয়ে সারলেও রিসেপশনটা করতে চেয়েছিলেন জাঁকজমকভাবে। আর সেটাই হল বাস্তবে। গতকাল অর্থাৎ মঙ্গলবার, নয়াদিল্লির এক পাঁচতারা হোটেলে তৃণমূল সাংসদ মহুয়া এবং আইনজীবী পিনাকী মিশ্রর রিসেপশন পার্টি ছিল। আর সেখানেই আয়োজন হয়েছিল মহাভোজের।

Mahua Pinakis Grand Reception

চাঁদের হাট বসেছে দিল্লির অনুষ্ঠানে

এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সেই রিসেপশনের আসরে হাজির ছিলেন বিরোধী দল তথা ইন্ডিয়া জোটের প্রায় সমস্ত সাংসদ। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সাংসদরাও যেমন উপস্থিত ছিলেন ঠিক তেমনই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, সপা সাংসদ অখিলেশ যাদব, এনসিপি সাংসদ সুপ্রিয়া শুলে, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও উপস্থিত ছিলেন। দলমত নির্বিশেষে নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতা-নেত্রীরা। দলমত নির্বিশেষে নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতা-নেত্রীরাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।

Mahua Pinakis Grand Reception

আরও পড়ুন: নবান্ন অভিযান রুখতে হাইকোর্টে উঠল মামলা! কবে শুনানি?

জানা গিয়েছে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছিলেন মহুয়া। কিন্তু দলীয় বৈঠক থাকায় অনুষ্ঠানে পৌঁছনো হয়নি তাঁর। তবে রিসেপশন পার্টির এই আনন্দে সামিল হতে বাদ যায়নি তৃণমূল সাংসদ জুন মালিয়া, রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ-সহ অন্যান্যরা। উল্লেখ্য, মহুয়া মৈত্রের স্বামী পিনাকী মিশ্র পেশায় আইনজীবী হলেও ১৯৯৬ সালে রাজনীতির ময়দানে পা রাখেন। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। দু’জনই রাজনীতিবিদ, এবং দুঁদে যুক্তি-তর্কের মানুষ।

Leave a Comment