সহেলি মিত্র, কলকাতাঃ সামনেই রয়েছে একগুচ্ছ উৎসব। আর এই উৎসবের কথা মাথায় যাত্রীদের ভিড় সামাল দিতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলের সুবিধার্থে এবার হাত মিলিয়ে রেলওয়ে এবং ট্রাফিক পুলিশ। দেশের অন্যতম ব্যস্ত এই শিয়ালদা স্টেশন (Sealdah Station) চত্ত্বরে বেশ কয়েকটি লেনের ব্যবস্থা করেছে রেল ও পুলিশ। এই লেনগুলির মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে ঠিক তেমনই দু চাকা কিংবা চার চাকা গাড়িগুলি যাতায়াত করতে সক্ষম হবে।
যাত্রী সুবিধার্থে বিশেষ ব্যবস্থা পুলিশ-রেলের
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, শিয়ালদা স্টেশনের দক্ষিণ অংশে চলাচলকারী যানবাহন চলাচল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য রেলওয়ে এবং কলকাতা ট্রাফিক পুলিশ একাধিক পরিকল্পনা তৈরি করেছে। যার মধ্যে অন্যতম হল লেন তৈরি করা। রেলওয়ে প্রতিটি ধরণের যানবাহনের জন্য নির্দিষ্ট চ্যানেল স্থাপনের পরিকল্পনা করেছে – অটো, অ্যাপ ক্যাব এবং ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে। পুলিশের বক্তব্য, কোনও গাড়ি অন্য লেনে ঢুকতে পারবে না।
আরও পড়ুনঃ ১০ বছরে ১৭ কোটি চাকরি দিয়েছে মোদি সরকার! লোকসভায় রিপোর্ট দিলেন শ্রমমন্ত্রী
এক ট্রাফিক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আমরা অনুরোধ করছি যে অটোগুলি এখনকার মতো একটি নির্দিষ্ট স্থানের বাইরে প্রবেশ না করে। তবে যদি কোনও অ্যাপ ক্যাব অটো লেনে প্রবেশ করে, তবে আমরা জরিমানা করব। আমরা অ্যাপ-ক্যাব স্ট্যান্ডটি রেলওয়ে স্টেশনের দক্ষিণ অংশের কাছাকাছি নিয়ে যাচ্ছি। ভিআইপি পার্কিংটি একটি শেড দ্বারা আচ্ছাদিত থাকবে এবং গণপরিবহন সুবিধা থেকে সম্পূর্ণ আলাদাভাবে থাকবে।” অর্থাৎ প্রতিটি গাড়ির জন্য নির্দিষ্ট লেনের ব্যবস্থা করা থাকবে আর সেখানেই পার্ক করতে হবে বা ঢুকতে পারবে সেগুলি।
কেমন হবে লেনগুলি?
শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাথমিকভাবে বাঁশের ব্যারিকেড দিয়ে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে। সফল হলে তা স্থায়ীভাবে বাস্তবায়িত করা হবে। যাইহোক, একনজরে জেনে নেওয়া যাক কেমন হবে লেনগুলি? স্টেশন চত্ত্বরের বাঁ-দিকের অংশে শুধুমাত্র যাত্রীদের পায়ে চলার জন্য। সেটির পাশে VIP লেন থাকবে, যেখান দিয়ে ভিআইপিদের গাড়ি ঢুকবে বা বেরোবে। তৃতীয় লেন, অ্যাপ-ক্যাব যেমন ওলা-উবের-এর জন্য। এই গাড়িগুলি যাত্রীদের স্টেশন থেকে তুলবে বা নামাবে। ডানদিকের লেনটি অটো ও টোটোর জন্য বরাদ্দ।