বৃষ্টিতে কাবু উত্তর থেকে দক্ষিণ! শুক্রেও স্বস্তি দেবে না শ্রাবণের ধারা, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টি খানিক কমলেও স্বস্তি নেই। কারণ ফের দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বঙ্গে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলায় ভারী বৃষ্টি যেমন উত্তরবঙ্গে দেখা যাচ্ছে। এবার একই হাল হতে চলেছে দক্ষিণবঙ্গেও। এমনিতেও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গে। তার ওপর ফের নয়া ঘূর্ণাবর্ত বয়ে আনছে দুর্যোগ।

হাওয়া অফিসের আবহাওয়ার আপডেট অনুযায়ী জানা গিয়েছে অমৃতসর, পটীয়লা, মুজফ্‌ফরনগর, খেরি, বাল্মীকিনগরের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্য দিকে, শুক্রবার দক্ষিণ বাংলাদেশের উপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। এই দুইয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সাগর থেকে ছুটে আসছে। তার জেরে ঝড়বৃষ্টি জারি থাকবে রাজ্য জুড়ে। এক নজরে জেনে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া সম্পর্কে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: মহুয়া-পিনাকীর রিসেপশনে চাঁদের হাট দিল্লিতে! কারা কারা উপস্থিত ছিলেন?

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরের আট জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে।

Leave a Comment