টিআরপি লিস্টে বাজিমাত রাজরাজেশ্বরী রানী ভবানীর! বাকিদের অবস্থা কেমন?

Bengali serial TRP Rating Chart Check Out

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছোট পর্দার বাংলা ধারাবাহিক বা শো কেমন পারফর্ম করছে তা জানার এক এবং অদ্বিতীয় মাধ্যম হল টিআরপি। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশন সিরিয়াল এবং টিভি শোয়ের গত সপ্তাহের রেজাল্ট।

আজ অর্থাৎ বৃহস্পতিবারও সেই নিয়মের অন্যথা হয়নি। আসলে, টিভি সিরিয়ালের ধারাবাহিক দর্শকরা সাপ্তাহিক মার্কশিট দেখতে একেবারে হাপিত্যেশ করে বসে থাকেন। আর সেখানে যদি নিজের পছন্দের ধারাবাহিকটিকে TRP List-র শীর্ষে দেখতে পাওয়া যায়, তাহলে তো কেয়াবাত!

তবে এবারে দর্শকদের সেই আশা পূরণ করেতে পারেনি বাংলার পুরুষ কেন্দ্রিক ধারাবাহিক পরশুরাম। বিগত দিনগুলিতে TRP তালিকায় নিজের শক্ত অবস্থান ধরে রাখলেও আজ বাংলা ধারাবাহিকের TRP লিস্টে শীর্ষে রয়েছে রানী ভবানীর জীবন কেন্দ্রিক ধারাবাহিক রাজরাজেশ্বরী রানী ভবানী। রাজনন্দিনী পালকে অভিনীত ছোট পর্দার এই সিরিয়াল এবার দর্শকদের মন জুগিয়ে সকলকে চমকে দিয়েছে। আজকের TRP তালিকায় এই ধারাবাহিকের স্কোর 7.1।

TRP তালিকায় বাকিরা কে কাকে টেক্কা দিল?

বাংলা সিরিয়ালের জগতে এক সময়ে দাপটের সাথে সকলকে মাতিয়ে রাখা ধারাবাহিক পরিণীতা আজকের TRP তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে। সিরিয়ালটির প্রাপ্ত স্কোর 6.9। এরপরই তালিকার তৃতীয় স্থানে জায়গা হয়েছে বিগত বেশ কয়েক সপ্তাহ TRP তালিকায় চুটিয়ে রাজত্ব করা পুরুষকেন্দ্রিক সিরিয়াল পরশুরামের। তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসু অভিনীত ধারাবাহিকটির আজকের পয়েন্ট 6.8। এরপরই চতুর্থ স্থানে নাম আসছে 6.7 রেটিং পাওয়া অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখার্জি অভিনীত ধারাবাহিক জগদ্ধাত্রী।

অন্যান্য ধারাবাহিকের সাথে দীর্ঘ লড়াইয়ে টিকে থেকে আজকের তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে জনপ্রিয় টিভি সিরিয়াল ফুলকি। অভিষেক এবং দিব্যানি জুটির এই জনপ্রিয় ধারাবাহিক আজকের তালিকায় 6.4 রেটিং পেয়েছে। তবে শুধু ফুলকি নয়, 6.4 স্কোর নিয়েই পঞ্চম স্থানে রয়েছে রঙ্গামতি তীরন্দাজও। এরপরই তালিকায় নাম আসে চিরসখার। বাঙালি দর্শকদের অন্যতম প্রিয় সিরিয়ালটি আজকের তালিকায় 6.2 রেটিং পেয়েছে।

এরপরই তালিকার সপ্তম স্থানে জায়গা হয়েছে আরেক বাংলা সিরিয়াল চিরদিনই তুমি যে আমার। আজকের লিস্টে এই জনপ্রিয় ধারাবাহিকের স্কোর 5.7। একইভাবে যথাক্রমে তালিকায় জায়গা হয়েছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশের। যৌথভাবে এই টিভি সিরিয়াল 5.1 পয়েন্ট পেয়েছে। এরপরই তালিকায় নাম রয়েছে আমাদের দাদামণির। ধারাবাহিকটির আজকের পয়েন্ট 5.0।

বলা বাহুল্য, এরপরই 4.7 পয়েন্ট নিয়ে তালিকায় উঠে এসেছে কথা সিরিয়াল। তাছাড়াও একে একে কুসুম (4.2), তুই আমার হিরো (4.1), কোন গোপনে মন ভেসেছে (3.9), গৃহপ্রবেশ ও শুভ বিবাহ (3.9), গীতা LLB ও লক্ষ্মী ঝাঁপি (3.7), আনন্দী (3.3), তেঁতুলপাতা (2.8), মিত্তির বাড়ি (2.4) ও নন ফিকশন বুলেট সরজিনীর জায়গা হয়েছে আজকের তালিকায়।

অবশ্যই পড়ুন: চামড়া থেকে গয়না! ট্রাম্পের ৫০% শুল্কবোমায় প্রভাব পড়বে এই পণ্যগুলির উপর

উল্লেখ্য, বাংলা টিভি সিরিয়ালের পাশাপাশি আজকের TRP তালিকায় জি বাংলার কার্যত সবচেয়ে বড় টিভি শো দিদি No.1 রেটিং পেয়েছে 4.4 (দিদি সানডে)। বলা বাহুল্য, আজকের TRP তালিকায় স্টার জলসা ফিকসনসের স্কোর 4.6।

Leave a Comment