প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর ৯ আগস্ট আরজি করে ধর্ষণ এবং খুন করা হয়েছিল দ্বিতীয় বর্ষের মহিলা চিকিৎসককে। আগামী শনিবার ওই ঘটনার এক বছর পূর্ণ হতে চলেছে। কিন্তু এখনো মেলেনি সঠিক বিচার। আর তাই সেই কারণে আগামী শনিবার অর্থাৎ ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার বাবা-মা। তাঁদের ওই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে থাকবে না কোনও দলীয় পতাকা। এদিকে নবান্ন অভিযানের আগে নির্যাতিতার বাবা-মাকে দেওয়া হল পুলিশি নোটিস।
নোটিস খারিজের দাবিতে হাইকোর্টে পরিবার
দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, আগামী ৮ ও ৯ তারিখ নানা কর্মসূচি নিয়েছে প্রতিবাদী জুনিয়র ডাক্তার সহ আন্দোলনকারীরা অভিযান শুরু করতে চলেছে। এদিকে এই অভিযান আটকাতে রীতিমত উঠেপড়ে লেগেছে প্রশাসন। গতকাল অর্থাৎ বুধবার, নির্যাতিতার মা-বাবাকে পুলিশ একটি নোটিস পাঠানো হয়েছে। আর সেই নোটিস এবার খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা মা। আগামীকাল অর্থাৎ শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে নবান্ন অভিযানের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের করেন সঞ্জয়কুমার সাউ নামে এক আইনজীবী। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
মমতাকে তিরস্কার নির্যাতিতার বাবার
গতকাল অর্থাৎ বুধবার, দিল্লি গিয়েছিলেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা। এবং যাওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে মুখোমুখি হন তাঁরা। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে নির্যাতিতার বাবা বলেন, “প্রথম দিন থেকে অন্যায় করে চলেছেন মু্খ্যমন্ত্রী। প্রথম দিন থেকে চেষ্টা করছেন যাতে আমরা বিচার না পাই। এমন এক মুখ্যমন্ত্রীকে ১৪ তলা থেকে নামানোর জন্য নবান্ন অভিযান করা হবে।” এছাড়াও নির্যাতিতার পরিবারের আরও দাবি, ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া মুখ্যমন্ত্রী আর কিছু ভাবেন না।
আরও পড়ুন: প্রথমে হামলা, এবার হুমকি! তৃণমূল নেতার অডিও ফাঁস করলেন শুভেন্দু অধিকারী
প্রসঙ্গত, নবান্ন অভিযানের বিরোধিতায় সরব হয়েছে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। দিনের পর দিন ঘন ঘন এই নবান্ন অভিযান তাঁদের ব্যবসায় বিপুল ক্ষতি ডেকে নিয়ে আসছে। এদিকে কিছুদিন পরেই শুরু হতে চলেছে পুজো। তাই পুজোর মুখে ব্যবসার আর ক্ষতি যাতে না হয় তার জন্য এবারেও উঠে পড়ে লেগেছে ব্যবসায়ীরা।