ট্রাম্পের শুল্কবোমায় বন্ধ কোটি কোটি টাকার ডিম রফতানি, ভারতের সাথে ক্ষতি আমেরিকারও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার ভারতের উপর শুল্কের পরিমাণ আরও 25 শতাংশ বাড়িয়ে মোট 50 শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই প্রভাব পড়তে শুরু করেছে দুদেশের ব্যবসাতেই। ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পরই রপ্তানি ক্ষেত্রে আঘাত আসার পাশাপাশি চিন্তায় পড়ে গিয়েছেন ভারতের পোল্ট্রি ব্যবসায়ীরা।

Zee News-এর রিপোর্ট অনুযায়ী, বুধবার আমেরিকার মোট 50 শতাংশ শুল্ক আরোপের পরই ভারত থেকে আমেরিকায় রপ্তানি হতে যাওয়া 20 কোটি টাকার পোল্ট্রি ডিম সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে ওই ডিমগুলি নিয়ে কী করবেন তা ভেবে উঠতে পারছেন না দেশীয় ব্যবসায়ীরা।

চিন্তায় পোল্ট্রি ব্যবসায়ীরা

রিপোর্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী রাজ্য তামিলনাড়ু। দক্ষিণী রাজ্যের নামাক্কালের পোল্ট্রি শিল্প দেশের খাদ্য সরবরাহ শৃংখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা বাহুল্য, এই অঞ্চলে প্রতিদিন 8 কোটিরও বেশি ডিম উৎপাদিত হয়। যার মধ্যে থেকে 7 কোটি ডিম তামিলনাড়ু সহ দেশের অন্যান্য রাজ্যে পৌঁছে যায়।

এরপর বাকি 1 কোটি ডিমের মধ্যে থেকে প্রায় 80 লক্ষ ডিম পাঠানো হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তালিকায় নাম রয়েছে আরব দেশেরও। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তামিলনাড়ুর এই অঞ্চল থেকে বিপুল পরিমাণে পোল্ট্রি ডিম রপ্তানি করা হয় আমেরিকাতেও।

প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসের শুরুতে প্রথমবারের জন্য নামাক্কাল থেকে 1 কোটি 20 লক্ষ ডিমের পরীক্ষামূলক চালান পৌঁছেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। যার জেরে গত জুনেই বড় দৃষ্টান্ত তৈরি করেছিলেন স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ীরা। আমেরিকায় বিপুল পরিমাণ ডিম রপ্তানি করে আশার আলো দেখেছিলেন তারা। তবে ট্রাম্পের শুল্ক চাপে বর্তমানে কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের।

রিপোর্ট বলছে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার নতুন করে আরও 25 শতাংশ শুল্ক চাপানোর কারণে অন্তত 20 কোটি টাকার ডিম রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আমেরিকার পাঠানোর উদ্দেশ্য নির্ধারিত 1.20 কোটি ডিম বর্তমানের নামাক্কালে আটকে রয়েছে। সেই ডিমগুলি দিয়ে এখন কী করবেন তাও ঠিক করতে পারছেন না ব্যবসায়ীরা।

দেশের মধ্যেই বিক্রি হবে ওই ডিমগুলি

আমেরিকান প্রেসিডেন্টের নতুন শুল্ক ঘোষণার পর তামিলনাড়ুতে আটকে গিয়েছে আমেরিকার উদ্দেশ্যে পাঠাতে চাওয়া ডিমগুলি। এবার এইসব ডিম কোথায় বিক্রি করবেন ব্যবসায়ীরা? এ প্রসঙ্গে পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ভাঙ্গিলি সুব্রামানিয়াম জানিয়েছেন, আমেরিকায় 1 কোটি 20 লক্ষ ডিম পাঠানোর কথা ছিল। তবে তা না হওয়ায় এবার ওই ডিমগুলি দেশের অভ্যন্তরে বিক্রি করা হবে। তবে আমেরিকায় ডিমগুলি পাঠাতে না পারায় যথেষ্ট ক্ষতি হল বলেই দাবি তামিলনাড়ুর পোল্ট্রি ব্যবসায়ীদের। ওদিকে শুধু যে ভারতের ব্যবসায়ীরাই চাপে পড়বে তা নয়, এতে ক্ষতি হবে আমেরিকারও। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই বিপুল পরিমাণে ডিম নিজেদের সুবিধার জন্যই আমদানি করে। ভারত থেকে এই ডিম না গেলে, তাঁদের দেশে ডিমের দাম বাড়বে বলেই আশঙ্কা।

অবশ্যই পড়ুন: টিআরপি লিস্টে বাজিমাত রাজরাজেশ্বরী রানী ভবানীর! বাকিদের অবস্থা কেমন?

উল্লেখ্য, তামিলনাড়ুর নামাক্বাল সহ স্থানীয় অঞ্চলে ওই ডিমগুলি মূলত 4.50 টাকায় বিক্রি করা হয়ে থাকে। তবে আমেরিকায় রপ্তানি করার আগে ওই ডিমগুলির দাম ধার্য করা হয় প্রতি পিস 7.50 টাকা। যা আমেরিকার বাজারে খুব সম্ভবত 15 টাকা বা তার বেশি দামে বিক্রি হয়।

Leave a Comment