চালু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল, ভাড়া কত? জানাল রেল

Sealdah AC Local service will start soon

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর আগেই সুখবর। শীঘ্রই শিয়ালদহ-রানাঘাট রুটে গড়াবে এসি লোকালের চাকা। ট্রেনটিতে কী কী সুবিধা পাবেন যাত্রীরা? ভাড়াই বা কত? বুধবার বিবৃতি জারি করে কার্যত সমস্ত প্রশ্নের উত্তর দিল রেল।

এসি লোকালটির বিশেষত্ব

রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, খুব শীঘ্রই শিয়ালদহ-রানাঘাট রুটে চালু হয়ে যাবে বহু অপেক্ষিত এসি লোকাল পরিষেবা। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের বুক চিড়ে ছুটে চলবে এসি লোকাল, যা বর্তমানে শুধুই সময়ের অপেক্ষা।

আর এই এসি লোকাল পরিষেবা একবার শুরু হয়ে গেলে, আর কাঠফাটা রোদে প্রবল গরমের মধ্যে হাঁসফাঁস করতে হবে না যাত্রীদের। একেবারে ঠান্ডায় ঠান্ডায় যাত্রা করতে পারবেন সকলেই। রেল জানিয়েছে, এই এসি লোকালের প্রত্যেক কামরাতেই থাকবে পূর্ণ বাতানুকূল।

জানা যাচ্ছে, 12 কামরার এই এসি লোকাল তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। ফলে বাইরে থেকে দেখতে খানিকটা মেট্রোর মতোই লাগবে এই এসি লোকালটিকে। এছাড়াও, মেট্রোর মতোই এক কামরা থেকে অন্য কামরায় পৌঁছনোর ব্যবস্থা থাকবে এই লোকাল ট্রেনে।

শুধু তাই নয়, প্রতিটি কামরার দুপাশে থাকবে স্বয়ংক্রিয় স্লাইডিং গেট। ফলে মেট্রোর মতোই সুবিধা পাবেন যাত্রীরা। এছাড়াও, ওই এসি লোকাল ট্রেনটিতে মোট 1128টি সিট থাকবে বলেই খবর। পাশাপাশি ট্রেনের মধ্যে বিশৃংখল পরিস্থিতি এড়াতে রয়েছে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে GPS নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। সেই সঙ্গে ট্রেনের ভেতরে যাত্রীদের বসা এবং দাঁড়ানোর জন্য পর্যাপ্ত সুবিধা দেওয়া হয়েছে। রয়েছে মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্ত তাকও।

ভাড়া কত?

বুধবার বিবৃতি দিয়ে রেল স্পষ্ট জানিয়ে দিয়েছে, 12 কামরা বিশিষ্ট ওই এসি লোকালটিতে চড়তে গেলে খুব একটা আহামরি ভাড়া গুনতে হবে না যাত্রীদের। জানা যাচ্ছে, শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত ওই এসি লোকালের ভাড়া হবে 35 টাকা। তবে মাস হিসেবে ওই অর্থ গিয়ে দাঁড়াবে 620 টাকায়। একইভাবে শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত ট্রেনের ভাড়া 60 টাকা। অন্যদিকে নৈহাটি পর্যন্ত ওই ট্রেনের ভাড়া পড়বে 90 এবং রানাঘাট পর্যন্ত পৌঁছতে ভাড়া বাবদ যাত্রীদের 120 টাকা খরচ হবে।

অবশ্যই পড়ুন: ভাঙা কাঁধ নিয়েই ওভালে ভারতের বিরুদ্ধে লড়ার কারণ জানালেন ক্রিস ওকস!

উল্লেখ্য, রেল সূত্রে খবর, দীর্ঘ অপেক্ষা কাটিয়া শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত যে এসি লোকাল ট্রেনটি চালু হতে চলেছে তার গতিবেগ থাকবে ঘন্টায় 110 কিলোমিটার। জানা যাচ্ছে ট্রেনটি নির্ধারিত প্রায় প্রত্যেকটি স্টেশনেই থামবে এই ট্রেন। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী 10 তারিখ শিয়ালদহ থেকে রানাঘাটের উদ্দেশ্যে ছুটবে ট্রেনটি।

Leave a Comment