নামধারীকে হারিয়ে শেষ আটে ইস্টবেঙ্গল, গ্রুপ পর্বে লাল হলুদের শেষ ম্যাচ কবে?

East Bengal FC Durand Cup Next Group Stage Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাউথ ইউনাইটেডকে গুঁড়িয়ে ডুরান্ড কাপের যাত্রা শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল। সেই থেকে আত্মবিশ্বাসী মনোভাব নিয়েই খেলে গেছে লাল হলুদের ছেলেরা। শেষ পর্যন্ত গতকাল ডুরান্ডের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নামধারীকে 1-0 গলে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পোক্ত করল লাল হলুদ। এদিন পরিবর্ত হিসেবে মশাল দলে যোগ দিয়েই ইস্টবেঙ্গলের ম্যাচ রাঙিয়ে দেন মরক্কোর দাপুটে ফুটবলার হামিদ আহদাদ।

নামধারীকে এক গোলে হারিয়েই খুশি কোচ অস্কার

বুধবার ডুরান্ড কাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ নামধারীকে পরাস্ত করতে কিছুটা বেগ পেতে হয়েছিল অস্কার ব্রুজোর ছেলেদের। এদিন পরিবর্ত হিসেবে হামিদ মাঠে নামার আগে পর্যন্ত প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করে গেছে ইস্টবেঙ্গল। তবে শেষ পর্যন্ত কাজের কাজ হয়নি।

তবে হামিদ মাঠে নামতেই যেন জোর পায় লাল হলুদ। আর এরপরই প্রতিপক্ষকে আক্রমণে বিদ্ধ করে দলের জন্য প্রথম গোল তুলে নেন মরক্কোন ফুটবলার। আর তাতেই খুশি ইস্টবেঙ্গল কোচ অস্কার। আসলে এক গোলে জিতলেও দলের ছেলেদের পারফরমেন্সে সন্তুষ্ট ইস্টবেঙ্গলের হেড স্যার।

সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে অস্কার বলেন, আমরা গোটা ম্যাচেই যথেষ্ট দাপট দেখিয়েছি। তবে নামধারীও নিজেদের রক্ষণকে যথেষ্ট হাতে ধরে রেখেছিল। একটাই গোল এসেছে, তবে 3 পয়েন্ট নিয়েও আমরা বেশ খুশি।

অবশ্যই পড়ুন: ছেলের সম্বন্ধ দেখতে গিয়ে পাত্রীর ভাইয়ের সাথে পালালেন চার সন্তানের মা!

গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ কবে?

গতকাল নামধারীকে হারিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রায় নিজেদের জায়গা চূড়ান্ত করে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল। তবে নিয়ম রক্ষার্থে এবং মর্যাদা বাঁচাতে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে অস্কারের দল। বলা বাহুল্য, আগামী 10 আগস্ট, রবিবার কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং তার প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্স। আর এই ম্যাচেও প্রতিপক্ষকে গোল খাইয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবেন হামিদদের হেড কোচ।

Leave a Comment