সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ৭ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। ভারত-আমেরিকা বাণিজ্য, শুভেন্দু অধিকারীর মিছিলে হামলা, বাংলা থেকে কার্তিক মহারাজকে হটানো, এসি লোকাল, সবই রয়েছে আজকের এই প্রতিবেদনে। চলুন দেখে নেওয়া যাক একে একে আজকের সেরা ১০ খবর।
১০) বাংলাদেশী সন্দেহে ২৫ বছর পর বাড়ি ফিরল রেজাউল আলম
বাংলাদেশি সন্দেহে বিভিন্ন রাজ্যে বাঙ্গালীদের উপর অভিযোগ দিনের পর দিন বাড়ছে। আর তারই মাঝে হরিয়ানা পুলিশের উদ্যোগে ২২ বছর পর নিজের বাড়ি ফিরল কোচবিহারের রেজাউল আলম। ২০০৩ সালে মাত্র ২৫ বছর বয়সে বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি ফরিদাবাদে বাংলাদেশি সন্দেহে তাকে আটক করেছে পুলিশ। বৈধ নথিপত্র না থাকলেও তিনি নিজের পুরনো ঠিকানা জানিয়ে দেন। হরিয়ানা পুলিশ যোগাযোগ করে পরিবারের সন্ধান পায়। আর পরিচয় যাচাই করেই রেজাউলকে ফরিদাবাদ থাকা আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ভারত-আমেরিকা বাণিজ্য নিয়ে এবার কড়া বার্তা মোদি সরকারের
ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য দ্বন্দ্ব এখন চরমে। জেনারটিক্যালি মডিফাইড ফসল ও দুগ্ধজাত পন্য নিয়ে মোদি সরকার এবার কড়া বার্তা দিলেন। তিনি জানিয়েছেন, দেশের কৃষক ও দুগ্ধ চাষীদের স্বার্থে কখনো আঘাত করা যাবে না। আমেরিকা চাইছে, তাদের দুধ ও আপেল সহ কৃষিপণ্য শুল্ক ছাড়ে ভারতে ঢুকুক, যা ভারতীয় কৃষির উপরেই চাপ ফেলবে। ভারত চাইছে, আমেরিকা বস্ত্র, অলংকার, ইত্যাদির উপর শুল্ক কমাক। এখনো পর্যন্ত ৫ দফা বৈঠকে কোনো ফল আসেনি। ষষ্ঠ বৈঠক আগামী ২৫ আগস্ট ভারতেই হবে বলে জানা যাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কিস্তিতে ডিএ পরিশোধ করার অনুরোধ করল কর্মচারীরা
রাজ্যের বকেয়া ২৫% মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে বর্তমানে শুনানি চলছে। আদালতের নির্দেশে ৬ সপ্তাহের মধ্যে ডিএ দেওয়ার কথা থাকলেও রাজ্য সরকার তা না করে আরো ছয় মাস সময় চেয়েছে। এদিকে মামলাকারীরা জানিয়েছেন, দিল্লি ও চেন্নাইয়ের রাজ্য সরকারি কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী ডিএ পেলেও পশ্চিমবঙ্গ চলছে বৈষম্যতা। কেন্দ্র বছরের দুই বার ডিএ দেয়। আগে রাজ্য দিত। আর এখন তা সম্পূর্ণ বন্ধ। তাই তারা প্রস্তাব দিচ্ছে, কিস্তিতে ডিএ পরিশোধ করার। আজ ৭ আগস্ট এই মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) আমেরিকার সাথে ৩১,৫০০ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ভারত
আমেরিকার সঙ্গে ৩১ হাজার ৫০০ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি বাতিল করে দিলে ভারত, যা ছিল ছয়টি P-8I Poseidon নজরদারি বিমান কেনার জন্য চুক্তি। এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের পাল্টা জবাব, তা বলা চলে। ট্রাম্প অভিযোগ করেছিল যে, ভারত রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি করছে। তবে ভারতও স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের পররাষ্ট্র নীতি জাতীয় স্বার্থ অনুযায়ী ঠিক হবে। বাইরের কোনো চাপ অনুযায়ী নয়। বর্তমানে ভারতের হাটে ১২টি এই বিমান রয়েছে। আর বিশেষজ্ঞরা বলছে, এটি ট্রাম্পের ভাষাতেই ট্রাম্পের উপর পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) শুভেন্দু অধিকারীর নারী সুরক্ষা মিছিলে হামলা
শুভেন্দু অধিকারীর নারী সুরক্ষা মিছিলকে ঘিরে কোচবিহার ও বারাসাতে উত্তেজনা ছড়িয়েছে। কোচবিহারে তার কনভয়ে হামলা হয়েছে। গাড়িতে জুতো ছোঁড়া এবং কাঁচ ভাঙচুরও করা হয়। ঘটনার পর শুভেন্দু এক্স হ্যান্ডেলের একটি অডিও পোস্ট করেছেন, যাতে তৃণমূল নেতা ধরনীকান্ত বর্মনকে বিজেপি যুব মোর্চার নেতা প্রশান্ত বর্মনকে হুমকি দিতে শোনা যাচ্ছে। শুভেন্দু তৃণমূলের হুমকি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নিয়েও কটাক্ষ করেছেন। পাশাপাশি বারাসাতের মিছিলে উত্তেজনা ছাড়ায় জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) নবান্ন অভিযানের আগে হাইকোর্টে ছুটল তিলোত্তমার বাবা-মা
আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মৃত্যুর এক বছর পূর্ণ হতে চলেছে আগামী ৯ আগস্ট। এখনো বিচার না পাওয়ায়া নির্যাতিতার বাবা-মা ঐদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সেখানে শুভেন্দু অধিকারী সমর্থন জানিয়েছেন। তবে তার আগেই পুলিশ নোটিশ পাঠিয়েছে। তাই নোটিশ খারিজের দাবিতে পরিবার হাইকোর্টে গিয়েছে। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই এই মামলার শুনানি হতে পারে। এদিকে এই অভিযানে বিরোধিরা জনস্বার্থে মামলা করছেন। এক আইনজীবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) পুজোর আগেই চালু হবে এসি লোকাল
পুজোর আগেই বড় সুখবর। শিয়ালদা-রানাঘাট রুটে চলবে বহু প্রতীক্ষিত এসি লোকাল ট্রেন। বাতানুকূলিন এই ট্রেনটিতে সম্পূর্ণ এসি থাকবে। কোচের গঠন এমনভাবে তৈরি, যাতে মেট্রোর মতো স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা ও এক কামরা থেকে অন্য কামরায় চলাচলের সুবিধা থাকছে। এখানে থাকবে ১১২৮টি আসন, সিসিটিভি ক্যামেরা এবং জিপিএস প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এই ট্রেনের ভাড়া পড়বে ১২০ টাকা, দমদম পর্যন্ত ৩২ টাকা, ব্যারাকপুর ৬০ টাকা এবং নৈহাটি ৯০ টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বাংলা থেকে সরানো হচ্ছে কার্তিক মহারাজকে
পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে এবার যৌন হেনস্থা, ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। ২০১৩ সালে এক মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনি আশ্রমে নিয়ে গিয়ে তার উপরেই দিনের পর দিন যৌন অত্যাচার চালিয়েছিলেন বলে অভিযোগ। আর সেই মামলা বর্তমানে চলছে কলকাতা হাইকোর্টে। ফলে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে তাকে বাংলা থেকে সরিয়ে ঝাড়খণ্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি বেলডাঙ্গার আশ্রমে এখন তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) আমার পাড়া আমার সমাধান শিবিরে চরম দুর্দশা
মালদহের হরিশ্চন্দ্রপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এক করুণ দৃশ্য সামনে আসলো। হ্যাঁ, ৬৪ বছরের কলিমুদ্দিন নামের এক ব্যক্তি চোখের জল আর ধরে রাখতে পারেনি। ভাঙ্গা ঘর, অসুস্থ সন্তান, না আছে রেশন কার্ড, না আছে স্বাস্থ্য সাথী কার্ড। পাচ্ছে না কোনো ভাতা। মাথার উপরে কোনো ছাদ নেই। ক্যাম্পে উপস্থিত বিডিওর সামনে অনুরোধ জানিয়েও কোনো সুরহা মেলেনি। প্রতিবেশীরা তার দুর্দশার কথা জানিয়েছেন। বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক অস্ত্র বলেই মনে করছে। তবে তৃণমূল সদস্য জানিয়েছে, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) মুখ্য সচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কমিশন
২০২৬-এর বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগেই রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভোটারের তালিকায় দুর্নীতি নজরে আসার পর চারজন সরকারি আধিকারিককে সাসপেন্ডও করেছে নির্বাচন কমিশন। তবে এটি মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কমিশনকে বিজেপির অনুগত বলে কটাক্ষ করছেন। এরপরে নির্বাচন কমিশন জানিয়েছেন, নির্দেশ না মানলে মুখ্য সচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যদিও মানবিক দিক বিবেচনা করে আবেদন জানিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে WBCS অফিসার্স এসোসিয়েশন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন