প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচন শুরু হওয়ার আগেই SIR নিয়ে রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে ঠান্ডা লড়াই যেন বেড়েই চলেছে। ইতিমধ্যেই বিহারে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধন পদ্ধতি। ইতিমধ্যে বিহারে ভোটার তালিকা থেকে ৬১ লক্ষের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে, যা নিয়ে বর্তমানে চলছে তুমুল তরজা। এমতাবস্থায় ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সঙ্কেত পাঠাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
SIR এর প্রস্তুতি নিতে বড় আপডেট
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, গত বুধবার অর্থাৎ ৬ আগস্ট জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার SIR এর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, তা জানতে চিঠি পাঠিয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। তারই ভিত্তিতে গতকাল, বৃহস্পতিবার, ৭ আগস্ট রাজ্যের সব জেলা থেকে SIR-প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। সেই চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, SIR হলে রাজ্যের CEO-র দপ্তর এই মুহূর্তে প্রস্তুত। এমনকি বৃহস্পতিবার রাজ্যের ২৪টি জেলার ২০০২ সালের ভোটার তালিকাও প্রকাশ করল নির্বাচন কমিশন।
বাড়ানো হল বুথের সংখ্যা
২৬ এর বিধানসভা নির্বাচনে বুথ প্রতি সর্বোচ্চ ভোটার সংখ্যা হবে ১২০০ এই কথা অনেক আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশিকা মেনে রাজ্যের ৮০৬৮০টি বুথ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজারের কিছু বেশি। ইতিমধ্যেই বর্ধিত বুথের সংখ্যাও পাঠানো হয়েছে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে। এবার ভোটার তালিকা প্রকাশ করে CEO দপ্তরও জানিয়ে দিল যে তাঁরা, বাংলায় SIR-এর জন্য তারা প্রস্তুত। এদিন বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা-সহ মোট ২০টি জেলার ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। তবে সেই সময় বাকি ছিল উত্তর ২৪ পরগনা-সহ চার জেলা। জানা গিয়েছে, ওই চার জেলার ২০০২ সালের ভোটার তালিকা রাতেই প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।
আরও পড়ুন: অণ্ডাল থেকে বিমানে করে বারাণসী, অক্টোবরেই চালু হবে পরিষেবা
প্রসঙ্গত, রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজ্য রাজনীতি সরগরম রয়েছে। একমাত্র বিজেপি বাদে কমবেশি সকল রাজনৈতিক দলই SIR এর বিরুদ্ধে গর্জে উঠেছে। প্রথম থেকেই নির্বাচন কমিশনকে নিশানা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ বাংলায় কমিশন ভয় দেখানোর চেষ্টা করছে। এই আবহে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। BLO-দেরও ভয় দেখানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকেছে বিজেপি। সবমিলিয়ে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।