বনগাঁ থেকে দেওঘর রুটে ছুটবে ট্রেন, আশ্বাস দিলেন খোদ রেলমন্ত্রী

Bangaon-Deoghar Train

সহেলি মিত্র, কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে নতুন একটি ট্রেন পেতে চলেছেন বাংলার মানুষ। চালু হতে পারে বনগাঁ থেকে দেওঘর অবধি ট্রেন (Bangaon-Deoghar Train)। এই বিষয়ে বাংলায় চিঠি এসে পৌঁছেছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব খোদ এই বিষয়ে ভাবনাচিন্তা করে দেখার আশ্বাস দিয়েছেন। এই রুটে ট্রেন চালু হলে বিপুলভাবে লাভবান হবেন সাধারণ মানুষ। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

চালু হওয়ার পথে বনগাঁ-দেওঘর রুটে ট্রেন?

বনগাঁ-দেওঘর রুটে ট্রেন দেওয়া হোক, এই দাবি দীর্ঘদিনের। আর এই বিষয়ে এবার উদ্যোগ নিতেই দেখা গিয়েছে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে। আর এই রুট নিয়ে এবার বড় দাবিও জানালেন বিধায়ক। নিজের ফেসবুক পোস্টে স্বপন মজুমদার লেখেন, ‘ধন্যবাদ ভারতবর্ষের সম্মানীয় রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব জি এবং ভারতীয় রেল মন্ত্রক-কে, সাধারণ মানুষের কথা ভেবে বনগাঁ জংশন থেকে দেওঘর পর্যন্ত সরাসরি ট্রেন চালু করার যে প্রস্তাব আমি দিয়েছিলাম তাকে গুরুত্ব দেবার জন্য।’

বিরাট আশ্বাস রেল মন্ত্রীর

স্বপন মজুমদারকে পাঠানো চিঠিতে রেলমন্ত্রী লিখেছেন, ‘ মাননীয় শ্রী স্বপন মজুমদার জি, বনগাঁ এবং দেওঘরের মধ্যে সরাসরি ট্রেন চালানোর বিষয়ে চিঠিটি দয়া করে দেখুন। বনগাঁ ও দেওঘরের মধ্যে সরাসরি ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ অর্থাৎ এই দুই জায়গার মধ্যে অদূর ভবিষ্যতে ট্রেন চলাচলের সুবিধা মিলতে পারে সেটা আশা করাই যায়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত রেলই নেবে।

আরও পড়ুনঃ ‘রাজ্যের চালে উল্টে লাভ কর্মীদেরই’, DA মামলায় সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

এই বিষয়ে সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘এই ট্রেনটি হতে পারে রানাঘাট বনগাঁ সেকশনের প্রথম মেল এক্সপ্রেস ট্রেন.. সাথে ২০২৬ সালের ভোটের আগে দিল্লির ট্রেন পাওয়া সম্ভাবনা প্রবল MP সান্তনু ঠাকুরের রিকুয়েস্ট বনগাঁ থেকে দিল্লী Via রানাঘাট MBB AZ ভাগলপুর হয়ে বনগাঁ দিল্লি ট্রেন SDAH ডিভিশনে মোটামুটি সবাই কমবেশি জানে..।’

Leave a Comment