বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ হোক কিংবা ঘরোয়া কলকাতা লিগ, সব ক্ষেত্রেই ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বির জুড়ি মেলা ভার। লাল হলুদ বনাম সবুজ মেরুনের লড়াইয়ে যেমন আর্থিক দিক থেকে চাঙ্গা হয়ে ওঠেন আয়োজকরা, ঠিক তেমনই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রুদ্ধশ্বাস ম্যাচ চাক্ষুষ করার সৌভাগ্য হয় ভক্তদের।
তবে আপাতত অনিশ্চিত ISL। কলকাতা লিগেও ডার্বি হয়ে গিয়েছে। এই মুহূর্তে বাকি শুধু ডুরান্ড কাপ। সেই আসরে কবে মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান? জানতে হাপিত্যেশ করে বসে রয়েছেন ভক্তরা।
আদৌ ডুরান্ড কাপে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান?
এবারের ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস কিছুটা ভিন্ন। আসলে সেনাবাহিনীর চলতি টুর্নামেন্টে এক গ্রুপে জায়গা হয়নি ইস্টবেঙ্গল, মোহনবাগানের। ফলে এখনও পর্যন্ত দুই দলের রুদ্ধশ্বাস লড়াই দেখার সৌভাগ্য হয়নি ভক্তদের।
আসলে, ডুরান্ড কাপের A গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের জায়গা হয়েছে B গ্রুপে। মূলত সেই কারণেই নিয়ম অনুযায়ী, একই গ্রুপের দল না হওয়ায় গ্রুপ পর্বে অন্য গ্রুপের দলের বিরুদ্ধে মাঠে নামা যায় না। সেই নিয়মেই ডুরান্ড কাপের মঞ্চে এখনও পর্যন্ত একে অপরের মুখ দেখেনি লাল হলুদ ও সবুজ মেরুন।
তাহলে কি এ যাত্রায় গড়াবে না ইস্টবেঙ্গল, মোহনবাগানের হাইভোল্টেজ ম্যাচ? হিসেব বলছে, গ্রুপ স্তরে মুখোমুখি না হলেও নকআউট পর্বের ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে পারে ইস্টবেঙ্গল, মোহনবাগান। কীভাবে?
অবশ্যই পড়ুন: গাজা দখল করবে ইজরায়েল, নেতানিয়াহুর যোজনায় অনুমোদন দিল নিরাপত্তা পরিষদ!
কোন নিয়মে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান?
ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী, মোট 6টি গ্রুপের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে গ্রুপ শীর্ষে থাকা 6টি দল পৌঁছবে কোয়ার্টার ফাইনালের মঞ্চে। অন্যদিকে গ্রুপগুলির মধ্যে দ্বিতীয় স্থানে শেষ করার দুটি দল যাবে শেষ আটের লড়াইয়ে। মূলত গোল পার্থক্যের ভিত্তিতে এই দুই দলকে বেছে নেবে ডুরান্ড কমিটি।
তাহলে প্রশ্ন কীভাবে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান? এই মুহূর্তে পয়েন্ট তালিকার অবস্থা যা তাতে ইস্টবেঙ্গল গ্রুপ A থেকে পরের পর্বে যাচ্ছে, অন্যদিকে মোহনবাগান গ্রুপ B থেকে পরবর্তী পর্যায়ে পৌঁছবে। সঙ্গে থাকবে ডায়মন্ড হারবারও। আর সেই সূত্র ধরেই, পরবর্তী পর্বে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও কোয়ার্টারের মঞ্চে কোন গ্রুপের দল কাদের বিরুদ্ধে খেলবে তা এখনও প্রকাশ্যে আসেন। তবে এসবের মাঝেই আশা করা হচ্ছে, হয়তো কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখ দেখবে কলকাতা ময়দানের দুই প্রধান।