সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে আত্মপ্রকাশ করার জন্য প্রস্তুত হচ্ছে KTM 160 Duke। কোম্পানিটি ইতিমধ্যেই এই মডেলের প্রথম অফিশিয়াল টিজার সামনে এনেছে, যা দেখে এক্কেবারে স্পষ্ট যে, এবার এন্ট্রি লেভেল সেগমেন্টে নতুন রূপে হাজির হবে KTM।
উল্লেখ্য, এই মডেলটি বাজারে আসছে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া 125 Duke-এর বিকল্প হিসেবেই। মূলত কম বিক্রিত কারণেই 125 Duke মডেলটিকে বাজার থেকে বিদায় নিতে হয়েছিল। অটোমোবাইল সংস্থা Autocar India জানিয়েছে যে, এটিই হবে KTM-এর সব থেকে সাশ্রয়ী, হাই-পারফরম্যান্স বাইক।
ডিজাইন ও ফিচারে নজরকাড়া
যদিও এই মডেলের টিজারে খুব বেশি তথ্য মেলেনি, তবে বেশ কিছু সূত্র দাবি করছে, নতুন KTM Duke 160 বাইকটি তৈরি হবে KTM 200 প্ল্যাটফর্মের উপরেই। আর এই বাইকে দেখা যেতে পারে সেকেন্ড জেনারেশন ডিজাইন, যা আগে 200 Duke মডেলে ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, এই গাড়িতে থাকবে আইকনিক ট্রেলিস ফ্রেম, 43mm USD ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS ও LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টারএর মতো সব উন্নতমানের ফিচার।
KTM Teases New Motorcycle for India – Likely the Upcoming Duke 160 https://t.co/guFAvTPlvg pic.twitter.com/BUaYt1gmXX
— RushLane (@rushlane) August 7, 2025
ইঞ্জিন ও পারফরম্যান্স
রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই মডেলে থাকবে এবার নতুন 160cc ইঞ্জিন, যা 200 Duke ইঞ্জিনের মতোই। আর এই ইঞ্জিন 19 থেকে 20bhp শক্তি উৎপাদন করতে পারবে বলে মনে করা হচ্ছে। ফলে সিটি রাইডিং থেকে শুরু করে হাইওয়ে ট্যুর, সবকিছুই হবে এক্কেবারে মাখনের মতো।
আরও পড়ুনঃ স্কুটার সরাতে বলাতেই খুন! দিল্লিতে বলিউড অভিনেত্রীর আত্মীয়কে নৃশংসভাবে হত্যা
কবে বাজারে আসছে KTM 160 Duke?
KTM চাইছে যে, 2025 সালের মাঝামাঝি সময় নাগাদ এই মডেলটিকে লঞ্চ করতে, যাতে উৎসবের মরশুম শুরুর আগেই বাজারে জায়গা করে নেওয়া যায়। তবে প্রতিযোগিতামূলক দাম এবং নজরকাড়া ফিচার্সে এটি যে ভারতের এন্ট্রি লেভেল পারফরম্যান্স বাইক মার্কেটে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার কবে এই মডেল বাজারে আত্মপ্রকাশ করে।