বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতে হামলার ছক পাকিস্তানের! গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, বাংলাদেশ ভিত্তিক বেশ কয়েকটি জঙ্গি সংগঠনকে কাজে লাগিয়ে ভারতে বড়সড় হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। সেই মতোই, স্বাধীনতা দিবসের আগেই হাই অ্যালার্ট জারি করল ইন্টেলিজেন্স ব্যুরো।
গোয়েন্দা বিভাগের আশঙ্কা
ভারতীয় গোয়েন্দা বিভাগ আশঙ্কা করছে, বাংলাদেশের বেশ কয়েকটি জঙ্গি সংগঠনকে কাজে লাগিয়ে ভারতে বড়সড় হামলা চালাতে পারে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। জানা যাচ্ছে, বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠনের হাত ধরে ভারতে হামলা চালানোর আগেই দেশের প্রায় সর্বত্র নিরাপত্তা কড়া হচ্ছে।
সাধারণত স্বাধীনতা দিবসের আগে প্রতিবছরই দেশকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে সেনাবাহিনী থেকে শুরু করে বিশেষ নিরাপত্তারক্ষীরা। তবে স্বাধীনতা দিবসের ঠিক আগে, গোয়েন্দা বিভাগের এমন আশঙ্কা উদ্বেগ অনেকটাই বাড়িয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ভারতীয় গোয়েন্দা বিভাগের দাবি, খুব সম্ভবত প্রতিবেশী বাংলাদেশের সশস্ত্র গোষ্ঠীই এই হামলার সাথে যুক্ত থাকতে পারে। শুধু তাই নয়, গোয়েন্দা বিভাগ এমনটাও জানিয়েছে, পূর্ব সীমান্ত দিয়ে আসতে পারে সন্ত্রাসীরা। সেই মতোই ইতিমধ্যেই সকলকে সতর্ক করেছে ইন্টেলিজেন্স ব্যুরো।
অন্যান্য রাজ্যের পাশাপাশি বিশেষ করে উত্তর পূর্বের রাজ্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, হামলাটা বাংলাদেশের দিক থেকেই হতে পারে, আর সে কারণেই সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট!
উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শাসনকালে বাংলাদেশ জুড়ে চলছে অরাজকতা! অভিযোগ উঠছে, ওপার বাংলার সন্ত্রাসীরা ইউনূসের সিদ্ধান্তে এখন ছাড়া হাত-পা। খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বহু আসামী।
এমতাবস্থায় বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, বাংলাদেশের পুরনো সব জঙ্গি সংগঠনগুলি ধীরে ধীরে ফের সক্রিয় হয়ে উঠেছে। শোনা যাচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনে কার্যত ফুলে ফেঁপে উঠেছে তারা। তবে সবচেয়ে বিপদের আশঙ্কা রয়েছে বাংলাদেশের জেএমবি অর্থাৎ জামাত উল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি সংগঠনকে নিয়ে। কেননা, দীর্ঘদিন ধরে এই জঙ্গি সংগঠন অসম এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে সক্রিয় রয়েছে বলেই খবর।
অবশ্যই পড়ুন: গাজা দখল করবে ইজরায়েল, নেতানিয়াহুর যোজনায় অনুমোদন দিল নিরাপত্তা পরিষদ!
সব মিলিয়ে, বাংলাদেশের খুচরো জঙ্গি সংগঠনগুলির বাড়াবাড়ির খবরের মাঝে গোয়েন্দা বিভাগের নতুন আশঙ্কায় উদ্বেগ অনেকটাই বেড়েছে! তবে ভারতের সাথে অন্যায় হলে তার জবাব কীভাবে দিতে হয়, তা বিগত দিনগুলিতে বুঝে গিয়েছে পাকিস্তান! কাজেই, ফের যদি হামলা হয়, তার পরিণামও যে এবার একেবারেই ভিন্ন হবে তা বুঝতে পারছেন অনেকেই!