বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য লন্ডন থেকে সমাজ মাধ্যমে গা ভাসিয়ে ভাইরাল হয়েছে ভারতীয় মহাতারকা বিরাট কোহলির একটি ছবি। যেখানে, তাঁকে শ্যাশ প্যাটেল নামক এক ব্যক্তির সাথে দেখা গিয়েছে। প্যাটেল আদতে কে, তা নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছেন না নেট নাগরিকরা।
তবে ভাইরাল ছবিতে বিরাটের লুক উদ্বেগ বাড়িয়েছে অনেকেরই। কেননা, ওই ছবিতে বিরাটের গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি নজর এড়ায়নি কারোরই। আর তাতেই নেট পাড়ার একটা বড় অংশের দাবি, এ কোন কোহলি! একেবারে অন্যরকম লাগছে, ভারতীয় ক্রিকেটারকে! আসলে 40 বছরের নিচে বয়স হওয়া সত্বেও বিরাটের এমন লুক কার্যত অবাক করছে ভক্তদের!
বিরাটের ধূসর দাড়ি নিয়ে চিন্তায় ভক্তরা!
ভারতীয় মহাতারকা কোহলির বয়স মেরে কেটে 37 হবে হবে! আর এই বয়সেই গাল ভর্তি পাঁকা দাড়ি একেবারেই মেনে নিতে পারছেন না ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে, বিরাটের গালে থাকা ধূসর দাড়িগুলি বর্তমানে কোহলি ভক্তদের উদ্বেগ বাড়িয়েছে!
কারণ, গত 10 জুলাই যুবরাজ সিং আয়োজিত একটি অনুষ্ঠানে শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন বিরাট। আর তার ঠিক এক মাসের মধ্যে কোহলির গালে ধূসর দাড়ির পরিমাণ এত বেড়ে যাওয়ায়! একেবারে অবাক সমর্থকদের একটা বড় অংশ। তা নিয়েই এখন তোলপাড় নেট মহল।
আসলে, ওই অনুষ্ঠানেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ খুলেছিলেন কোহলি। সেই সাথে ভারতীয় মহাতারকা উল্লেখ করেন, সবেমাত্র দুদিন আগে আমার দাড়ি রঙ করিয়েছি। এরপরই ভক্তদের উদ্দেশ্যে কোহলি বলেন, প্রতি চার দিন অন্তর আমাকে দাড়ি রঙ করাতে হয়। বিরাটের এমন মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো ওয়ানডে ক্রিকেট নিয়েও কোনও ইঙ্গিত দিচ্ছেন তিনি!
যদিও এদিন বিস্তারিতভাবে কিছুই জানাননি রোহিত সতীর্থ। তবে সেই মন্তব্যের পর এবার বিরাটের নতুন লুক নিয়ে কিছুটা হলেও চিন্তা বেড়েছে ভক্ত মহলের। সমাজ মাধ্যমের পাতায় কোলহি ভক্তদের অনেকেই লিখছেন, তিনি এখনও দাড়ি রঙ করাননি। ওয়ানডে রিটায়ারমেন্ট লোডিং! কেউ কেউ আবার কেঁদেকেটে কোহলিকে দাড়ি রঙ করাতে বলছেন…
অবশ্যই পড়ুন: ডুরান্ড কাপে ডার্বি! কোন নিয়মে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান? রইল সমীকরণ
উল্লেখ্য, একথা অস্বীকার করার কোনও জায়গা নেই যে, খেলোয়াড়দের বয়স বাড়ার পাশাপাশি মানসিক চাপও অনেকটাই বৃদ্ধি পায়। পাশাপাশি, দাড়ির বয়সের মতোই শরীরের বয়স বাড়ার কারণে ফিটনেস নিয়েও নানান সমস্যা দেখা দেয় প্লেয়ারদের। কিন্তু কোহলি তো এখন 37 এও পা রাখেননি! তাহলে?
এ কথা ঠিক যে, নিয়মিত কসরত ও মানসিক ব্যায়ামের মধ্যে দিয়ে নিজেকে ফিট রাখেন বিরাট। কাজেই বয়সটা 40 ছাড়ালেও ম্যাচের ক্ষেত্রে ফিটনেস নিয়ে তাঁর যে খুব একটা সমস্যা হবে না এ কথা বলাই যায়। কিন্তু কোহলির নতুন ছবি দেখে ভক্তরা তা মানতে নারাজ! অনেকেরই আশঙ্কা, হয়তো খুব শীঘ্রই ওয়ানডে থেকে অবসর নেবেন রাজা কোহলি।