প্রীতি পোদ্দার, কলকাতা: ভুয়ো ভারতীয় পাসপোর্ট দেখিয়ে জার্মানি যাত্রার পরিকল্পনা বাংলাদেশির! তবে সেই পরিকল্পনা ধোপে টিকল না। ইমিগ্রেশন চেকিংয়ের সময়ে ধরা পড়লেন নিজেকে ভারতীয় পরিচয় দেওয়া সেই বাংলাদেশী নাগরিক। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গিয়েছে আজই ধৃতকে বারাকপুর আদালতে পেশ করা হবে।
ঘটনাটি কী?
রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার সকালে দমদম বিমানবন্দর থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে দমদম বিমানবন্দর থেকে জার্মানি যাওয়ার ফ্লাইট ধরার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু সেই প্ল্যান আদতে কার্যকর হয়নি। এদিন দমদম বিমানবন্দর থেকে জার্মানি যাওয়ার বিমানে ওঠার সময় নিত্যদিনের মতোই ইমিগ্রেশন চেকিং করা হয়। ধৃত প্রথমে ভারতীয় পাসপোর্ট দেখান সেখানে তার নাম লেখা রয়েছে বিভাস রায়। সেই সময় বাংলাদেশী এক পাসপোর্টের হদিশ মেলে, সেখানে দেখা যায় দুই পাসপোর্টে একই ছবি থাকলেও নাম সৌমিক রায় লেখা। আর তাতেই সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
A #Bangladeshi man was caught at #KolkataAirport with a fake Indian #passport while trying to fly to #Germany. Immigration officials flagged the identity mismatch, and he’s now in police custody facing legal action.
Read: https://t.co/AP8pBSvRhh#Arrest #Fake #scam #Kolkata #WB pic.twitter.com/2nZHXSw6TY
— Taaza TV (@taazatv) August 8, 2025
বারাকপুর আদালতে পেশ করা হবে ধৃতকে
পুলিশ ধৃত ব্যক্তিকে এই ভুয়ো ভারতীয় পাসপোর্ট নিয়ে একাধিক জিজ্ঞাসাবাদ করে। কোনও সঠিক উত্তর না দিতে পারায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট NSCBI থানার পুলিশ। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। তবে এক্ষেত্রে পুলিশের অনুমান অনেক আগেই বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এই অভিযুক্ত ব্যক্তি। তারপর এখন থেকেই জার্মানি যাওয়ার ছক কষছিল ওই ব্যক্তি। বেশ কিছুদিন এখানে থেকে ভারতীয় পাসপোর্ট তৈরি করা হয়েছিল। কিন্তু কোন চক্রের মাধ্যমে এই পাসপোর্ট তৈরি করা হয়েছে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সবটাই জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। আজই ধৃতকে বারাকপুর আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: তৃণমূলের পাল্টা বিজেপি! আসানসোলে ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচি শুরু অগ্নিমিত্রার
কয়েকদিন আগে ভুয়ো পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার পথে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছিল এয়ারপোর্ট NSCBI থানার পুলিশ। শুধু তাই নয় ভুয়ো পাসপোর্টের মাধ্যমে চয়ন বড়ুয়া ও বাবলা বড়ুয়া নামে দুই বাংলাদেশী ভিয়েতনাম যাওয়ার ছক কষেছিলেন। তবে পুলিশের নজরে আসায় তাঁদের পরিকল্পনা ব্যর্থ হয়। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে একাধিক বাংলাদেশী ধরা পড়ছে। এর ফলে বারংবার এই ঘটনায় পশ্চিমবঙ্গের নিরাপত্তা ব্যবস্থা সংকটের মুখে পড়েছে।