খ্রিস্টান মেয়েকে বিবাহ, ধর্মান্তর! হুমা কুরেশির মৃত ভাই আসিফ সম্পর্কে কিছু অজানা তথ্য

Actress Huma Qureshi cousin Murder CCTV footage

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেঘোরে প্রাণ গেল অভিনেত্রী হুমা কুরেশির ভাই আসিফ কুরেশির (Huma Qureshi Brother)। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় বেআইনি পার্কিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই যুবকের সাথে তুমুল বচসায় জড়িয়ে পড়েন অভিনেত্রীর ভাই আসিফ।

পারস্পরিক ঝামেলা তুঙ্গে উঠলে শেষ পর্যন্ত অভিনেত্রীর ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন ওই দুই যুবক। আশেপাশের স্থানীয় কয়েকজন বাধা দিলেও ছাড়েননি তারা। শেষ পর্যন্ত ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় হুমার ভাই আসিফের। ইতিমধ্যেই সেই ঘটনার CCTV ফুটেজ প্রকাশ্যে এসেছে। আর এরই মাঝে সামনে এলো আসিফের বৈবাহিক জীবন নিয়ে কিছু অজানা তথ্য!

প্রকাশ্যে গোটা ঘটনার CCTV ফুটেজ

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি CCTV ফুটেজ। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দুই প্রতিবেশী যুবকের সাথে বেআইনি পার্কিং নিয়ে কথা বলতে বলতে হঠাৎ বচসায় জড়িয়ে পড়লেন আসিফ। এদিন আসিফ ওই দুই যুবককে বলেছিলেন, তারা যেন তাঁর বাড়ির গেটের সামনে থেকে স্কুটারগুলি সরিয়ে নেন। কিন্তু তাতে রাজি হননি তারা।

এরপরই, শুরু হয় তুমুল বিতর্ক। বাক-বিতণ্ডা তুঙ্গে উঠলে আসিফের দিকে তেড়ে গিয়ে তাঁকে মাটিতে ফেলে বেধরক মারধর করেন ওই দুই যুবক। শুধু তাই নয়, পকেট থেকে স্ক্রু ড্রাইভারের মতো এক ধারালো অস্ত্র বের করে আসিফের শরীরে এলোপাথারি কোপাতে থাকেন তারা।

এরপরই, আসিফকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে ঘটনাস্থলে ছুটে যান তাঁর এক আত্মীয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে দুঃখের খবর, গুরুতর জখম অবস্থায় কুরেশির ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

অবশ্যই পড়ুন: ট্যারিফ রফা না হওয়া পর্যন্ত ভারতের সাথে কোনও বাণিজ্য আলোচনা নয়! আরও কড়া ট্রাম্প

আসিফের বৈবাহিক জীবন

প্রাপ্য তথ্য অনুযায়ী, হুমার ভাই আসিফ তাঁর পরিবারের সাথে দিল্লির নিজামুদ্দিনেই থাকতেন। তাঁর স্ত্রীয়ের নাম সাইনাজ কুরেশি। জানা যায়, সাইনাজ আগে খ্রিস্টান ধর্মালম্বী ছিলেন। তাঁর নাম ছিল রেনুকা জন। বলা বাহুল্য, সাইনাজ আসলে আসিফের দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ, 2018 সালে আসিফের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন রেনুকা। সেই সময়েই খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। কাজেই, ইসলাম ধর্মে আসার পর তাঁর নাম পরিবর্তন করে রাখা হয় সাইনাজ।

উল্লেখ্য, প্রতিবেশী দুই যুবক বাড়ির সামনে স্কুটার রাখায় স্কুটারগুলি তাদের সরিয়ে নিতে বলেছিলেন আসিফ। আর তাতেই চোটে গিয়ে তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় আসিফের। এদিকে গোটা ঘটনায় একাধিক অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সবকিছুর মাঝেই রাখির আগে ভাতৃহারা হলেন অভিনেত্রী হুমা কুরেশি।

Leave a Comment