ব্যাবসার জন্য মিলবে ৫ লক্ষ টাকার ভর্তুকিযুক্ত ঋণ, বড় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের

Bhabishyat Credit Card Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে চাকরির অভাবে ধুঁকছে সাধারণ মানুষজন। প্রতিযোগিতার কবলে পড়ে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। আর ঠিক এমন পরিস্থিতিতে বেকারদের স্বনির্ভর করার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিরাট পদক্ষেপ নিল। হ্যাঁ, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প (Bhabishyat Credit Card Scheme) নামের এক স্কিম চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের নিজেদের ব্যবসা করার জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে, তাও ভর্তুকি যুক্ত সুদের হারে। তবে কীভাবে মিলবে এই লোন? কী কী যোগ্যতা দরকার? চলুন সবটা জেনে নেব আজকের এই প্রতিবেদনে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মূল লক্ষ্য কী?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আত্মনির্ভর বাংলা তৈরির লক্ষ্যেই এগোচ্ছে। আর এই প্রকল্পের মাধ্যমে বেকারদের চাকরির সন্ধান না করে স্বনির্ভরতার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসাগুলিকে উৎসাহিত করা হবে এবং গ্রামীণ ও শহুরে, উভয় এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে। 

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে কী কী সুবিধা মিলবে?

জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত লোন মিলবে। আর এখানে সরকার প্রদত্ত ভর্তুকিযুক্ত হারে সুদ নেওয়া হবে। অর্থাৎ সুদের হার অনেকটাই কম। পাশাপাশি ক্রেডিট কার্ডের মতো সুবিধা পাওয়া যাবে এখানে। তবে হ্যাঁ, এই প্রকল্পে 18 থেকে 45 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য কী কী যোগ্যতা লাগবে?

এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং বর্তমানে বেকার অবস্থায় থাকতে হবে। শুধু তাই নয়, নতুন বা প্রস্তাবিত ব্যবসার পরিকল্পনা থাকতে হবে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে কী কী ডকুমেন্ট লাগবে?

আবেদনকারীকে লোন নেওয়ার জন্য অবশ্যই কিছু ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। সেগুলি হল—আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বসবাসের প্রমাণপত্র, শিক্ষগতা যোগ্যতার সার্টিফিকেট, বেকারত্বের প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং ব্যবসার পরিকল্পনা বা প্রজেক্ট রিপোর্ট।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে কীভাবে আবেদন করবেন?

এখানে অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করার সুযোগ থাকছে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের প্রয়োজনীয় তথ্য পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে ফর্ম জমা দিয়ে অ্যাকনলেজমেন্ট নম্বর সংরক্ষণ করে রাখতে হবে। 

কিন্তু হ্যাঁ, যদি কেউ অনলাইনে আবেদন করতে সমস্যায় পড়েন, সেক্ষেত্রে অফলাইনে আবেদন করার সুযোগ থাকছে। এর জন্য নিকটবর্তী ব্লক অফিস, পঞ্চায়েত, পৌরসভা বা জেলা শিল্পকেন্দ্রে গিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ আরও উন্নত ফিচার্স, চলতি বছরেই বাজারে আসছে KTM-র সস্তার মডেল 160 Duke

উল্লেখ্য, এই লোনের মাধ্যমে জৈব চাষ, গার্মেন্টস প্রোডাকশন, ফুড প্রসেসিং, বিভিন্ন অনলাইন সার্ভিস যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন বা টিচিং সার্ভিসের ব্যবসা শুরু করা যাবে। পাশাপাশি এখানে কিছু কিছু ক্ষেত্রে শুরুতেই ইএমআই ছাড়ের সুযোগ মিলবে। এমনকি যদি কোনো সমস্যা হয়, তাহলে রাজ্যের শিল্প উন্নয়ন দপ্তরের হেল্পডেস্ক ইমেইল [email protected]-এ যোগাযোগ করে জানাতে পারেন। কারণ এই প্রকল্প শুধুমাত্র বেকারদের জন্য আর্থিক সহায়তা নয়, বরং ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দিতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment