জাল নোট না নেওয়ায় বেধড়ক মারধর ব্যবসায়ীকে! তুলকালাম কাণ্ড শিলিগুড়িতে

Siliguri

প্রীতি পোদ্দার, কলকাতা: শিলিগুড়িতে (Siliguri) ১০০ টাকার জাল নোট ভাঙানো ঘিরে প্রবল অশান্তি! জাল নোট ভাঙানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় ব্যবসায়ীর উপর ছড়ির হামলা দুষ্কৃতীর। আহতের নাম প্রিয়াংশু পাল। গুরুতর জখম অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার ভক্তিনগর থানার পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

শিলিগুড়ি টাইমসের রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের হায়দরপাড়া সংলগ্ন ঘুগনি মোড় এলাকায়। সেখানে নীরজ ছেত্রী ঠাকুর নামে এক ব্যক্তি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জাল ১০০ টাকার নোট ভাঙাতে এসেছিল সেখানকারই এক পরিচিত ব্যবসায়ী প্রিয়াংশু পালের কাছে। তিনি নোট ভাঙ্গানোর আগে সেই ১০০ টাকার নোট পরীক্ষা করে বুঝতে পারেন সেটি জাল। শুধু তাই নয়, সেই সময় অভিযুক্তের কাছে মোট পাঁচ হাজার টাকার জাল নোট থাকায় প্রিয়াংশুবাবু অভিযুক্তকে জাল নোট ছিঁড়ে ফেলার কথা বলতেই আচমকা তাঁর উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত নীরজ। গুরুতর জখম অবস্থায় সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে।

একাধিক অভিযোগ স্থানীয়দের

বৃহস্পতিবার শিলিগুড়িতে ঘটনাটি ঘটার পরেই স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেয়। এবং দ্রুত খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। প্রথমে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী সহ ব্যবসায়ীরা। তারপরেই স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় অভিযুক্ত নীরজ ছেত্রী ঠাকুরকে। তবে এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও নীরজ একাধিক দোকানদার, ব্যবসায়ীর সঙ্গে এমন করেছেন, রাস্তাঘাটে মহিলাদের ব্যাগ নিয়েও টানাটানি করতেন। সবসময় নাকি তাঁর কাছে একটা ছুরি থাকত।

আরও পড়ুন: তৃণমূলের পাল্টা বিজেপি! আসানসোলে ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচি শুরু অগ্নিমিত্রার

শিলিগুড়ির হায়দরপাড়া সংলগ্ন ঘুগনি মোড় এলাকার স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত ব্যক্তি নাকি সবসময় নেশাগ্রস্ত থাকেন এবং বাড়িতে জাল নোট এবং ড্রাগসের ব্যবসা করেন। তাঁদের দাবি অভিযুক্ত নীরজ ছেত্রী ঠাকুর যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। এর আগে দুদিন আগেই কলেজপাড়ায় দুই পক্ষের ঝামেলায় এক বাঙালি মহিলাকে আটক করে পুলিশ। সেই ঘটনায় স্থানীয়দের সমর্থনে ও ঘটনার নিরপক্ষে তদন্তের দাবি করে সরব হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও।

Leave a Comment