সহেলি মিত্র, কলকাতা: এবার শিয়ালদা থেকে রানাঘাট যাওয়া হবে আরও সুন্দর ও আরামদায়ক। কারণ পূর্ব রেলওয়ের শিয়ালদহ রানাঘাটের মধ্যে প্রথম এসি লোকাল ট্রেন (AC Local Train) চালাতে প্রস্তুত। আশা করা হচ্ছে, রেলের এই উদ্যোগ পরিবহন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে, যা ট্রেন ভ্রমণকে নিরাপদ, আরামদায়ক এবং ঝামেলামুক্ত করবে। জানা গিয়েছে, এসি ইএমইউ-এর উদ্বোধনী দৌড় অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, রবিবার।
AC লোকাল ট্রেনের সময়সীমা ও স্টপেজ
যেদিন থেকে রেলের তরফে এই বিষয়টি জানানো হয়েছে সেদিন থেকে খুশিতে ডগমগ সকলে। এটি কেবল পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল পরিষেবা নয়, বরং এটি পূর্ব ভারতের প্রথম এসি ইএমইউ ট্রেন পরিষেবা হতে চলেছে। এখন সকলে একটা প্রশ্ন বারবার তুলছেন, আর সেটা হল, কখন মিলবে এসি লোকাল এবং স্টপেজই বা কী হবে?
আরও পড়ুনঃ ‘আমেরিকাকে পেছনে ফেলবে ভারত!’ মুখ খুললেন OpenAI-এর সিইও
রেল সূত্রে খবর, বহু প্রতীক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত ইএমইউ ট্রেনটি সকালের ব্যস্ত সময়ে রানাঘাট থেকে সকাল ৮.২৯ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে সকাল ১০.১০ মিনিটে। এরপর আপ এসি লোকালটি শিয়ালদহে ছেড়ে সন্ধ্যা ৬.৫০ মিনিটে ছেড়ে রাত ৮.৩২ মিনিটে রানাঘাটে পৌঁছাবে। “ট্রেনটি চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম এবং বিধাননগরে থামবে,” বলেছেন পূর্ব রেলের আধিকারিকরা৷
কী জানাচ্ছে পূর্ব রেল?
এসি ট্রেনগুলিতে বগির ভেতরে সম্পূর্ণ সিসিটিভি নজরদারি, স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, আরামদায়ক আসন, লম্বা কাচের জানালা, জরুরি পরিস্থিতিতে পাইলটের সাথে কথা বলার জন্য একটি জরুরি টকব্যাক ইউনিট ইত্যাদি থাকবে। পূর্ব রেলওয়ের একজন কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেন, “১৫ আগস্টের আগে এসি ইএমইউ পরিষেবাটি বাণিজ্যিকভাবে চালু হবে এবং অবশ্যই, স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটি নিরাপত্তা, সুরক্ষা, আধুনিকীকরণ এবং যাত্রী কল্যাণের প্রতি শিয়ালদহ ডিভিশনের অটল প্রতিশ্রুতির প্রতীক।” কবে পাকাপাকিভাবে চালু হবে এই ট্রেন? শোনা যাচ্ছে, ১১ আগস্ট থেকে ট্রেনের দরজা খুলে যেতে পারে যাত্রীদের জন্য।
ভাড়া কত?
নিশ্চয়ই ভাবছেন এসি ট্রেনের ভাড়া কত হবে? জানা গিয়েছে, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া পড়বে ১২০ টকা। শিয়ালদা থেকে ব্যারাকপুর যেতে ৬০ টাকা, শিয়ালদা থেকে দমদম যেতে ৩৫ টাকা এবং শিয়ালদা থেকে নৈহাটি যেতে ৯০ টাকা খরচ পড়বে। আবার রানাঘাট পর্যন্ত মান্থলির খরচ পড়বে ২,৪৩০ টাকা। ব্যারাকপুর পর্যন্ত মান্থলির খরচ ১,২৭৫ টাকা পড়বে।