প্রীতি পোদ্দার, কলকাতা: পার্থের পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় খাঁড়া ঝুলল শাসকদলের আরেক মন্ত্রীর উপর! বারবার সময় দেওয়া হলেও ED- দফতরে এসে হাজিরা দেননি কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তাই এবার তাঁর বিরুদ্ধেই নেওয়া হল কড়া পদক্ষেপ। গত বুধবার, ৫ আগস্ট, কলকাতার বিশেষ CBI আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ED।
বারবার হাজিরা এড়ানোয় তলব
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, গত ৩১ জুলাই রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের কাছ থেকে সম্পত্তির নথি চেয়ে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেখানে ED মন্ত্রী এবং তাঁর পরিবারের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চেয়েছিলেন। কিন্তু সেই নোটিসে চন্দ্রনাথ হাজিরা দিতে যাননি। সেই কারণে তিনি ED-র কাছে জানান যে, ৩১ জুলাই যেতে না-পারলেও তিনি সমস্ত নথিপত্র গোছাচ্ছেন। শীঘ্রই তিনি কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে হাজিরা দিতে পারেন। এর আগে দু’বার তাঁকে তলব করা হলেও তিনি তাতে সাড়া দেননি। তবে বৃহস্পতিবার তিনি ইডির দফতরে উপস্থিত হলেও, তার আগেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে।
টাকার হিসেব দিতে অপারগ মন্ত্রী
এদিকে নিয়োগ দুর্নীতি ঘটনায় ED চার্জশিট জমা দেওয়ার পর রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছেন রাজ্যপাল। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রসঙ্গত, নিয়োগ মামলায় অনেক আগে থেকেই ইডির নজরে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযানও চালানো হয়েছিল। এই অভিযানের জেরে মন্ত্রীর বাড়ি থেকে ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। সেই টাকার আজও কোনও হিসেব দিতে পারেননি তিনি। অন্যদিকে তাঁর অ্যাকাউন্টের দেড় কোটি টাকা নিয়ে ED-র অনুমান, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই টাকা জমা পড়েছিল। এতদিনেও কেন সেই হিসাব তাহলে দিতে পারছেন না মন্ত্রী?
আরও পড়ুন: জাল নোট না নেওয়ায় বেধড়ক মারধর ব্যবসায়ীকে! তুলকালাম কাণ্ড শিলিগুড়িতে
মন্ত্রীর প্রতিক্রিয়া
ইডি চার্জশিট জমা দেওয়া নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ”আমি শুনেছি। বিষয়টি পুরোপুরি জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।” এদিকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হঠাৎই ইডির দফতরে হাজিরা দেন বীরভূমের বোলপুর কেন্দ্রের এই তৃণমূল বিধায়ক। তবে চন্দ্রনাথকে কী কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই নিয়ে এখনও কোনো মুখ খোলেননি তিনি। প্রসঙ্গত, বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্তে উঠে আসে বীরভূমের বোলপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের নাম। এবার দেখার পালা শাসকদলের আর কোন কোন মন্ত্রীর নাম জুড়তে চলেছে এই নিয়োগ দুর্নীতিতে।