সহেলি মিত্র, কলকাতা: উৎসবের আবহে বিরাট বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় সরকার আয়কর বিল, ২০২৫ প্রত্যাহার (Income Tax Bill Withdrawn) করল। এক কথায় ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্রের মোদী সরকার। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সিলেক্ট কমিটির রিপোর্ট অনুসারে আয়কর বিল, ২০২৫ প্রত্যাহারের অনুমতি চান। ANI -এর খবর অনুযায়ী, সংসদের অনুমোদনের পর, অর্থমন্ত্রী আয়কর বিল প্রত্যাহার করেন।
ইনকাম ট্যাক্স বিল প্রত্যাহারের ঘোষণা অর্থমন্ত্রীর
সরকার ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বিলটি উত্থাপন করে এবং এটি লোকসভার সিলেক্ট কমিটির কাছে অধ্যয়নের জন্য পাঠানো হয়। সিলেক্ট কমিটির রিপোর্ট ২১ জুলাই, ২০২৫ তারিখে সংসদে পেশ করা হয়। আয়কর আইন, ১৯৬১ প্রতিস্থাপনের জন্য আয়কর বিল, ২০২৫ উত্থাপন করা হয়।
রিপোর্ট অনুযায়ী, ১১ আগস্ট লোকসভায় আয়কর বিলের একটি নতুন সংস্করণ পেশ করা হবে। সূত্র জানিয়েছে যে সিলেক্ট কমিটির বেশিরভাগ সুপারিশই আইটি বিলের নতুন এবং আপডেটেড সংস্করণে অন্তর্ভুক্ত করা হবে।
সিলেক্ট কমিটি কী পরামর্শ দিয়েছে?
বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটি আয়কর বিলটিতে বেশ কয়েকটি পরিবর্তন আনার পরামর্শ দিয়েছিল। লোকসভায় উত্থাপনের পরপরই বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছিল। ৩১ সদস্যের সিলেক্ট কমিটি এই বিলের উপর কিছু পরামর্শ দিয়েছিল।
আরও পড়ুনঃ স্ত্রী পরপুরুষের দ্বারা গর্ভবতী হলেও বাচ্চার দায়িত্ব স্বামীরই! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
তিনি নতুন আইনে ধর্মীয় ও দাতব্য ট্রাস্টে প্রদত্ত বেনামী দানের উপর কর ছাড় অব্যাহত রাখার পক্ষেও সমর্থন করেন। এটি আরও পরামর্শ দেয় যে করদাতাদের আইটিআর দাখিলের শেষ তারিখের পরেও কোনও ফি প্রদান ছাড়াই টিডিএস রিফান্ড দাবি করার অনুমতি দেওয়া উচিত।
নতুন বিলে কী ছিল?
নতুন বিলে সরকার অলাভজনক সংস্থাগুলিকে (এনপিও) সম্পূর্ণ ধর্মীয় ট্রাস্ট কর্তৃক প্রাপ্ত বেনামী অনুদানের উপর কর আরোপ থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে, বিল অনুসারে, যেকোনো ধর্মীয় ট্রাস্ট (যা হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মতো অন্যান্য দাতব্য কাজও করে) কর্তৃক প্রাপ্ত অনুদান আইন অনুসারে কর আরোপ করা হবে।