সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনপ্রেমীদের জন্য দারুণ সুখবর। বিশেষ করে যারা মিড রেঞ্জে শক্তিশালী পারফরম্যান্স এবং প্রিমিয়াম ফিচার যুক্ত ফোন চান, তাদের জন্য Poco এবার দারুণ একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। হ্যাঁ, আগামী 13 আগস্ট দুপুর 12 টায় ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Poco M7 Plus 5G। এটি শুধুমাত্র M7 সিরিজের পরবর্তী সংস্করণ নয়, বরং সবথেকে শক্তিশালী ফিচার সমৃদ্ধ ফোন।
7000mAh ব্যাটারি
এই ফোনের সবথেকে আলোচিত বিষয় হল এর 7000mAh ব্যাটারি, যা কিনা সিলিকন কার্বন প্রযুক্তি দিয়ে তৈরি। আর এই ব্যাটারি শুধুমাত্র দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহারের সুযোগ দেবে না, বরং এতে থাকবে রিভার্স চার্জিং-এর সুবিধা, যার মাধ্যমে আপনি এই ফোন থেকে অন্য ফোনে চার্জ দিতে পারবেন।
Poco দাবি করছে, একবার চার্জ দিলেই ফোনটি 24 ঘন্টা ভিডিও স্ট্রিমিং, 27 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা 12 ঘন্টা জিপিএস নেভিগেশনের সুবিধা পাওয়া যাবে। আরো সবথেকে বড় চমক হল, বিশাল ব্যাটারির সঙ্গে ফোনটি এই সেগমেন্টের সবথেকে পাতলা স্মার্টফোন হতে চলেছে।
#POCOM7PLUS5G drops on 13.08.2025!
Another GIANT leap in the battery revolution we’re leading ⚡🔋
7000mAh of PURE POWER. All style. All speed. Zero compromise.
This is #MorePowerToYou.
Available on @Flipkart
Know More 👉 https://t.co/Bqx46LqmRK pic.twitter.com/lpj10I8RBX
— POCO India (@IndiaPOCO) August 7, 2025
ডিসপ্লে ও পারফরম্যান্স
Poco M7 Plus 5G ফোনটিতে থাকবে একটি 6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। এর ফলে গেমিং বলুন বা স্ট্রিমিং, সবকিছুই হবে একেবারে স্মুথভাবে। উল্লেখ্য, ফোনটির প্রসেসর হিসাবে থাকবে Snapdragon 6s Gen 3 চিপসেট, যা গেমিং বা মাল্টি টাস্কিং, কিংবা হেবি ইউজের জন্য এক্কেবারে সেরা পারফরম্যান্স দেবে।
ক্যামেরা ফিচার
Poco-এর এই নতুন ফোনে থাকবে 50 মেগাপিক্সেলের একটি ডুয়াল ক্যামেরা। আর সেলফি হিসেবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে, যা ডে বা লাইটে ভালো ছবি তুলতে একেবারে পারফেক্ট।
আরও পড়ুনঃ ব্যাবসার জন্য মিলবে ৫ লক্ষ টাকার ভর্তুকিযুক্ত ঋণ, বড় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের
সম্ভাব্য দাম কত হবে?
বলে রাখি, ইতিমধ্যেই Poco তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে যে, আগামী 13 আগস্ট দুপুর 12টা থেকেই ভারতের বাজারে Poco M7 Plus 5G কোনটি আত্মপ্রকাশ করবে। যদিও এখনও অফিশিয়াল ভাবে এই ফোনের দাম ঘোষণা করা হয়নি। তবে বেশ কিছু রিপোর্ট বলছে, এই ফোনের দাম মোটামুটি 15,000 টাকার মধ্যেই হতে পারে। তাই যারা মিড রেঞ্জের মধ্যে ভালো পারফরম্যান্স এবং ভালো মডেলের স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে একেবারে সেরা বিকল্প।