উত্তাল হবে সাগর, ঘূর্ণাবর্তের দাপটে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে, আজকের আবহাওয়ার খবর

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তাহান্তে আবারও একবার জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Weather)। সৌজন্যে অবশ্যই নাছোড়বান্দা ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে রোদের দেখা নেই। উল্টে আজ শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর, সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দুর্যোগ অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বুলেটিন জারি করে জানানো হয়েছে, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়ায়। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া প্রসঙ্গে। এদিন ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বৃষ্টি চলবে দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও। ভারী বর্ষণের ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি অতি বৃষ্টির কারণে দার্জিলিং, কালিম্পং-এর মতো পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সতর্ক থাকতে হবে পর্যটকদের।

আগামীকালের আবহাওয়া

রবিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। সোমবার থেকে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে।

Leave a Comment