যুদ্ধ শেষ, শান্তির বার্তা জিতু-দিতিপ্রিয়ার! ফেসবুকে বিশেষ পোস্ট দুজনারই

Ditipriya Jeetu

সহেলি মিত্র, কলকাতা: ঠিক যেন যুদ্ধবিরতির ঘোষণা! অবশেষে সকল দ্বন্দ্ব, ঝগড়া মিটিয়ে ফের এক হলেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কমল (Ditipriya Jeetu)। বিগত কয়েকদিন ধরে না না ঘটনাকে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছিলেন এই রিল জুটি। জিতু ও দিতিপ্রিয়া নাম না করে, আবার নাম করে একে অপরকে ক্রমাগত আক্রমণ শানিয়েই চলেছিলেন। তবে অবশেষে যবনিকা পতন। ফের এক হলেন তাঁরা।

ফের এক হলেন জিতু-দিতিপ্রিয়া

জিতু কমল এবং দিতিপ্রিয়া, দুজনেই বর্তমান সময়ের এক জনপ্রিয় মুখ। দুজনকেই দেখা যাচ্ছে বর্তমানে জি বাংলায় সম্প্রচারিত হওয়া ‘চিরদিনই তুমি যে আমার’ মেগা ধারাবাহিকে। তবে হঠাৎ করেই যেন ছন্দপতন ঘটে। একদিন সামাজিক মাধ্যমে আচমকাই মেগার সহ অভিনেতা জিতু কমলের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আনতে থাকেন দিতিপ্রিয়া। নানারকম আপত্তিকর মূলক ছবি এবং মেসেজ ঘিরে চলতে থাকে একে অপরকে আক্রমণের পালা। অন্যদিকে জিতুও দিতিপ্রিয়াকে বাচ্চা মেয়ে, অবুঝ বলতে থাকেন। পরিস্থিতি এমন একপর্যায়ে চলে যায় যেখানে আশঙ্কা করা হচ্ছিল হয়তো এই দুই অভিনেতা অভিনেত্রীর দ্বন্দ্বের জন্য বন্ধ হয়ে যাবে মেগা সিরিয়ালটি। তবে সেটা আর হচ্ছে না কারণ এখন দুজনেই হাত মিলিয়ে নিয়েছেন।

আরও পড়ুনঃ একাধিক রুটে বাড়ছে মেট্রো, পরিষেবা মিলবে রাত পর্যন্ত! দেখুন নতুন সময়সূচি

গত ৮ আগস্ট সন্ধ্যেবেলায় দিতিপ্রিয়া একটি পোস্ট করে লেখেন, ‘প্রোডাকশন হাউজের সহযোগিতায় সহ অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটিয়ে নিলাম।’ স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই পোস্ট দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভক্তরা।

কী বললেন জিতু কমল?

এদিকে দিতিপ্রিয়া পোস্ট করার কিছুক্ষণ পরেই জিতু কমল ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘আমার সহ অভিনেত্রী ছোট, আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। আই এম দা বেস্ট। সরি আমরা দুজনেই বেস্ট।’

Leave a Comment