কাশ্মীরে ভারতীয় সেনার অপারেশন আখালে শহিদ ২ জওয়ান, আহত আরও ৪

Operation Akhal

সৌভিক মুখার্জী, কলকাতা: রাখিবন্ধনের আগের রাতেই মর্মান্তিক দুঃসংবাদ। হ্যাঁ, জন্মু কাশ্মীরের কুলগাম জেলায় লস্কর-ই-তৈবার জঙ্গিদের বিরুদ্ধে চলা অপারেশন আখালে (Operation Akhal) শহিদ হয়েছেন ভারতের দুই সেনা জওয়ান ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহি হরমিন্দর সিং। এমনকি আরো চারজন সেনা গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় সেনার অপারেশন আখাল

ভারতীয় সেনাদের তরফ থেকে গত 1 আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযান ইতিমধ্যেই নবম দিনে পা রেখেছে। সেনাদের সূত্র মারফৎ জানা গিয়েছে, গতকাল অর্থাৎ 8 আগস্ট সারারাত তীব্র গুলির লড়াই হয়েছে সেনা ও জঙ্গিদের মধ্যে। এমনকি সতর্ক বাহিনী কর্ডন পাকাপোক্তভাবে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেই অভিযান চালিয়েছে।

এখনো পর্যন্ত এই সংঘর্ষে তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে। পাশাপাশি সেনারা সতর্ক করেছে যে, অপারেশন এখনো শেষ হয়নি। উল্লেখ্য, এই অভিযানে অংশ নিয়েছে ভারতীয় সেনা, জন্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপ। সেনাদের কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিদের গতিবিধি আটকানোর জন্য রাতভর ব্যালেন্স ফায়ার এবং কড়া নজরদারিও চালানো হয়েছে। 

এদিকে আজ গোটা দেশে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। হ্যাঁ, দেশের সেনারাও তাঁদের বোনদের হাত থেকে রাখি বাঁধার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তারই আগে শহিদদের বাড়িতে পৌঁছল শোকবার্তা। কারণ রাখিবন্ধনের উৎসবের মুহূর্তে দুই সেনা পরিবারের স্বপ্নভঙ্গ হয়েছে। জঙ্গিদের গুলিবর্ষণে নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন এই দুই সেনা। পাশাপাশি আহত হয়েছে আরও 4 সাহসী জওয়ান।

আরও পড়ুনঃ ফের ঊর্ধ্বগতি বাজার! জানুন আজকের সোনা, রুপোর দাম

প্রসঙ্গত, এই অভিযানে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চিনার কর্পস লিখেছে, জাতীয় সেবায় কর্তব্যরত সেনা জওয়ান ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহি হরমিন্দর সিং-এর আত্মত্যাগকে চিনার কর্পস সহ গোটা ভারতবাসী শ্রদ্ধা জ্ঞাপন করছে। তাদের সাহস আর নিষ্ঠা চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। ভারতীয় সেনা গভীরভাবে শোক প্রকাশ করছে আর শহিদ পরিবারদের পাশে রয়েছে।

Leave a Comment