বাংলাদেশিদের নকল ভোটার, আধার কার্ড বানিয়ে দিতেন বাগদার CPIM নেতা! গ্রেফতার

Bagda

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের প্রকাশ্যে এল জাল নথি কারবারের ঘটনা! আর সেই ঘটনায় এবার নাম জড়াল এক সিপিআইএম নেতার। বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর ২৪ পরগনার বনগাঁ-বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয়ে থাকে। শুধু অনুপ্রবেশকারী নয় গ্রেফতার হয় দালালরাও। এবার সেই সূত্র ধরেই জাল নথি বানানোয় পুলিশের কাছে ধরা পড়ল এক সিপিএম নেতা।

জাল নথির কারবার CPIM নেতার

সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, গত বুধবার নিশিকান্ত সরকার নামে এক ব্যক্তিকে বাগদা থানার পুলিশ পাথুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। সেই সময় তল্লাশি চালিয়ে বেশ কিছু ভুয়ো আধার, ভোটার কার্ড-সহ একাধিক নথি উদ্ধার করা হয় তাঁর থেকে। এবং দফায় দফায় জেরার ফলে এক সিপিআইএম নেতার নাম উঠে আসে তাঁর মুখে। পুলিশের জেরে জানিয়ে দেয় স্বপন সাধু নামে এক সিপিআইএম নেতা এই জাল আধার কার্ড ও ভোটার কার্ড নির্মাণের সঙ্গে যুক্ত। এরপরই গত বৃহস্পতিবার রাতে বাগদা থানার পুলিশ সিন্দ্রানী এলাকায় প্রথমে স্বপন মধুর বাড়িতে হানা দেয়। সেখানেও তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কিছু ভুয়ো আধার কার্ড, বিডিও অফিসের স্ট্যাম্প উদ্ধার করেছে। এছাড়াও একাধিক জন্ম ও মৃত্যু শংসাপত্র, বিভিন্ন স্কুলের শংসাপত্রের প্যাড, বহু দপ্তরের রবার স্ট্যাম্প মিলেছে। এরপরেই ওই সিপিআইএম নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্কুলের দুর্নীতির সঙ্গে যুক্ত নেতা

পুলিশের তরফে জানা গিয়েছে জাল নথির উদ্ধারের ঘটনায় বাগদায় ধৃত ব্যক্তি তথা সিপিআইএম নেতা স্বপন সাধু আসলে স্থানীয় পাথুরিয়া চন্দ্রকান্ত বিদ্যাপীঠের ক্লার্ক ছিলেন। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে। স্কুলের কন্যাশ্রীর টাকা তছরূপ, নিয়োগ দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের তালিকায় জুড়ল জাল নথি কারবারের ঘটনা। তবে এই চক্রের জাল যে আরও বিস্তৃত তা বেশ আন্দাজ করতে পাচ্ছে পুলিশ। তাই ধৃতদের জেরা করে আরও নানা তথ্য উদ্ধারের অভিযানে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: সিঙ্গুরকাণ্ডে টাটাকে দিতেই হবে ৭৬৬ কোটির ক্ষতিপূরণ! রায় সুপ্রিম কোর্টের

রাজনৈতিক বিতর্ক

বাগদায় জাল নথি কারবারের ঘটনা জানাজানি হতেই সিপিআইএম এর আদর্শ নিয়েও নানা কটাক্ষ করেছেন অনেকে। বাগদা পশ্চিম ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নিউটন বালা জানিয়েছেন , “সিপিএম মুখে বড় বড় কথা বলে। অথচ তার দলের নেতারা এরকম দু’নম্বরী কাজের সঙ্গে যুক্ত। পুলিশ তার বাড়ি থেকে একাধিক ভুয়ো কাগজ উদ্ধার করেছে। কত দু’নম্বরী কাজ হয়েছে, তার ঠিক নেই।” যদিও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি সিপিআইএম। কয়েক দিন আগে বাগদায় এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার, আধার কার্ড ও পাসপোর্ট বানানোর অভিযোগ উঠেছিল বাংলাদেশের নাগরিক রকি মণ্ডলের বিরুদ্ধে। আর সম্প্রতি সিপিআইএম নেতার এই জাল নথি বানানোর কারখানার ঘটনা প্রকাশ্যে আসতেই একাধিক যোগসূত্র তৈরি হয়েছে বাগদায়। তাই পুলিশ-প্রশাসন এই ঘটনার তল্লাশি চালিয়ে যাচ্ছে।

Leave a Comment