সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক ICICI এবার গ্রাহকদের বিরাট ধাক্কা দিল। হ্যাঁ, এক ধাক্কায় মাসিক নূন্যতম ব্যালেন্স (ICICI Bank Minimum Balance) 5 গুন বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে এই সীমা ছিল 10,000 টাকা, এবার সেখানে 50,000 টাকা করা হয়েছে। আর এই নতুন নিয়ম 1 আগস্ট থেকেই কার্যকর হয়েছে। মূলত মেট্রো শহর ও শহরতলীর নতুন গ্রাহকদের জন্যই এই নতুন নিয়ম প্রযোজ্য।
কোথায় কত টাকা রাখতে হবে?
জানা যাচ্ছে, মেট্রো ও শহরতলীর নতুন গ্রাহকদের জন্য ন্যূনতম 50,000 টাকা মাসিক ব্যালেন্স বজায় রাখতে হবে। পাশাপাশি মফস্বল এলাকায় নতুন গ্রাহকদের 25,000 টাকা মাসিক ব্যালেন্স রাখতে হবে। তবে গ্রামীণ এলাকার নতুন গ্রাহকদের জন্য 10,000 টাকা এবং পুরনো গ্রাহকদের জন্য 5000 টাকা ব্যালেন্স রাখলেই হবে।
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, যদি কোনো গ্রাহক নূন্যতম ব্যালেন্স বজায় রাখতে না পারে, তাহলে তাকে 6% জরিমানা বা 500 টাকা জরিমানা, যেটা কম হবে তা গুনতে হবে। ফলে সাধারণ গ্রাহকদের উপর যে বিরাট ধাক্কা লাগল, তা বলার অপেক্ষা রাখে না।
ক্যাশ ডিপোজিটের নতুন নিয়ম
এবার থেকে আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকরা মাসে তিনবার পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে বিনা খরচে ক্যাশ ডিপোজিট করতে পারবে। এরপর থেকে প্রতি লেনদেনের জন্য 150 টাকা করে ফি গুনতে হবে। আর মাসে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিটের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য জানিয়ে রাখি, গত এপ্রিল মাসে আইসিআইসিআই ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের সুদের হার 0.25% কমিয়ে দিয়েছিল। আর এখন 50 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিটে মাত্র 2.75% হারে সুদ দেওয়া হবে।
আরও পড়ুনঃ ভোটের আগই ৭০০০ পদে নার্স, ডাক্তার, শিক্ষক পদে নিয়োগ! নোটিশ পশ্চিমবঙ্গ সরকারের, চাকরির খবর
যেখানে দেশের বেশিরভাগ ব্যাংকগুলি ন্যূনতম ব্যালেন্স কমিয়ে দিচ্ছে, সেখানে আইসিআইসিআই ব্যাংক সম্পূর্ণ বিপরীত রাস্তায় হাঁটছে। উদাহরণস্বরূপ, 2020 সাল থেকে ভারতীয় স্টেট ব্যাংক ন্যূনতম ব্যালেন্সের নিয়ম তুলে নিয়েছে। এমনকি সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক প্রত্যেককেই এই নিয়ম তুলে নিয়েছে। আর বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে এই সীমা 2000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে সীমাবদ্ধ। তবে আইসিআইসিআই ব্যাংক যে গ্রাহকদের উপর বাড়তি চাপ দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।