সহেলি মিত্র, কলকাতাঃ এ যেন আবহাওয়ার (Weather) অশনি সংকেত! জেলায় জেলায় চলছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত। সৌজন্যে মৌসুমী অক্ষরেখা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পটনার পর বাঁকুড়া এবং দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবেই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার, ১৩ অগস্ট উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। উত্তরবঙ্গের উপর মৌসুমী অক্ষরেখা অবস্থান করার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণ হচ্ছে। এদিকে অতি বৃষ্টির ফলে বিপদসীমার ওপর দিয়ে বইছে একের পর এক নদী। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে প্রশাসন। এখন নিশ্চয়ই ভাবছেন আজ রবিবার সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেবেন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ ছুটির দিন সারাদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদীয়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।
আগামীকালের আবহাওয়া
সোমবার থেকে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ নামবে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। অন্যদিকে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ