সহেলি মিত্র, কলকাতা: ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল নৈহাটিতে। নৈহাটির বড় মায়ের (Naihati Boro Maa) মন্দির বিশ্ব বিখ্যাত। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসেন মাকে চোখের দেখা দেখতে, নিজেদের ইচ্ছার কথা জানাতে। ঠিক তেমনই সম্প্রতি একটি পরিবার এসেছিল নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিতে। তবে তাঁদের কপালে এমন এক দুর্ভোগ লেখা থাকবে সেটা হয়তো কেউ ভাবতেও পারেননি। আচমকা গঙ্গার জল বেড়ে যাওয়ায় ভেসে গেল আস্ত গাড়ি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
নৈহাটিতে গঙ্গার জলে ডুবে গেল আস্ত গাড়ি!
প্রত্যক্ষদর্শীদের মতে, নৈহাটিতে বড় মাকে পুজো দিতে এসেছিল একটি পরিবার। তারা এসেছিল একটি চারচাকা গাড়ি নিয়ে। আর সেই গাড়িটি পার্কিং করা ছিল নৈহাটি ফেরিঘাটে। কিন্তু আচমকাই জোয়ার আসার কারণে গাড়িটি জোয়ারের জলে তলিয়ে যায়। এহেন দৃশ্য দেখে স্বভাবতই চোখ কপালে ওঠে সকলের। যাইহোক, এরপর দীর্ঘ সময় ধরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এবং নৈহাটি থানার পুলিশের প্রচেষ্টায় গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। যদিও পুলিস প্রশাসন থেকে একাধিকবার ওই জায়গায় গাড়ি রাখতে বারণ করা হয়েছিল। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
আরও পড়ুনঃ বাংলার তিনটি নয়া রুটে রেললাইন, উত্তরবঙ্গের জন্য বড় প্ল্যান কেন্দ্রের
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটি আস্ত না হলেও অর্ধেকের বেশি ডুবে গিয়েছে। এরপর স্থানীয়রা গাড়িটি দেখছেন এবং সেটি উদ্ধার করার চেষ্টা করছেন। ভাগ্যক্রমে ঘটনার সময়ে গাড়িতে কেউ ছিলেন না বলে খবর, তাই বড়সড় বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে।
দোষ প্রশাসনের?
কেউ কেউ আবার এই ঘটনার পেছনে প্রশাসনকেই দায়ী করছেন। ফেরি ঘাটে বেআইনি কার পার্কিং টি আগে দ্রুত বন্ধ করা উচিত,বারংবার একই ঘটনা ঘটা সত্ত্বেও কোনরকম পদক্ষেপ না নেওয়ার জন্য আবার ও সাধারণ মানুষ বিপদের সম্মুখীন হলেন! অপর একজন বলছেন, গঙ্গা ঘাটে গাড়ি পার্কিং ব্যবস্থা করলে এইরকম অবস্থা হতেই পারে। যারা এই ব্যাবস্থা করেছে তাদেরই দোষ।